ক্রিয়েটিভিটিকে এভাবে আটকানো যায় না: প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে একজোট হল গোটা বলিউড ৷ সিবিএফসি-র সমালোচনায় রীতিমতো এগিয়ে এলেন বলিউডের তাবড়রা ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে একজোট হল গোটা বলিউড ৷ সিবিএফসি-র সমালোচনায় রীতিমতো এগিয়ে এলেন বলিউডের তাবড়রা ৷ একই সুরে একই সঙ্গে সমালোচনা করলেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি-র ‘উড়তা পঞ্জাব’কে নিয়ে মন্তব্যকে ৷ সঙ্গে সমালোচনা করলেন পহেলাজ নিহালনি-র ৮৯ কাট ও ১৩ কাট নিয়েও ৷
সমালোচনায় বাদ পড়লেন না প্রিয়াঙ্কা চোপড়াও ৷ সম্প্রতি এক ভোজপুরি সিনেমার প্রোমোশনে এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানালেন, ‘উড়তা পঞ্জাব নিয়ে সিবিএফসি-র এই ধরণের বচসা একদমই অভিপ্রেত নয় ৷ গণতন্ত্রে কখনই সৃজনশীলতাকে বন্ধ করা যায় না ৷ খর্ব করা যায় না মতামত প্রকাশের স্বাধীনতাকে ৷ এ ধরণের আচরণ সংবিধানকে অবমাননা করে ৷ ’
advertisement
প্রিয়াঙ্কা চোপড়ার কথায়, ‘আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করে স্বাধীনতা লাভ করেছে ৷ মতামত প্রকাশের অধিকার লাভ করেছে ৷ সিবিএফসি-র এই ধরণের আচরণ তাঁদের অপমান করে ৷ ’
advertisement
শুধু তাই নয়, প্রিয়াঙ্কা আরও বলেন, ‘গণতন্ত্রে কখনও কেউ ঠিক করে দিতে পারে না ৷ কোনটা দেখব, কোনটা খাবও ৷ গণতন্ত্র স্বাধীনচেতার কথা বলে !’
advertisement
প্রিয়াঙ্কার কথায়, ‘উড়তা পঞ্জাব’ এমন এক সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে যা সবার জানা দরকার ৷ আমার মনে হয়, এই ধরণের সিনেমা আরও হওয়া দরকার ৷ এই ধরণের সিনেমা কে কখনও আটকানো উচিত নয় ৷ সৃজনশীলতাকে খর্ব করা হয় ৷
‘উড়তা পঞ্জাব’ নিয়ে শুধু প্রিয়াঙ্কা চোপড়াই নয় ৷ মন্তব্য করেছেন অনুপম খেরও ৷ সিবিএফসি-র সমালোচনা করে অনুপম জানান, ‘এই ধরণের বিতর্ক দুঃখজনক ৷ সত্য ঘটনা নিয়ে তৈরি ছবি সমাজে বদল আনে ৷ এই ধরণের ছবি আরও হওয়া উচিত ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্রিয়েটিভিটিকে এভাবে আটকানো যায় না: প্রিয়াঙ্কা চোপড়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement