হোম /খবর /বিনোদন /
তিন লাখের লিপস্টিক, দামি লাল পোশাক, জন্মদিনের ভিডিওতে আগুন ছড়ালেন প্রিয়াঙ্কা

তিন লাখের লিপস্টিক, দামি লাল পোশাক, জন্মদিনের ভিডিওতে আগুন ছড়ালেন প্রিয়াঙ্কা

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ৩৭-এ পা দিলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা ৷ ১৮ জুলাই রীতিমতো জমজমাটভাবে সেলিব্রেট করা হল প্রিয়াঙ্কার জন্মদিন৷ পাশে স্বামী নিক জোনাসকে নিয়ে বার্থডের আনন্দে মজে উঠলেন পিগি চপস ৷ আর অন্যদিকে বর নিকও একের পর এক সারপ্রাইজে ভরিয়ে দিলেন প্রিয়াঙ্কার মন ৷

    প্রিয়াঙ্কার জন্মদিনে সামনে এসেছে এক ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে লাল পাশ্চত্য পোশাকে রীতিমতো আগুন ধরাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তবে শুধুই কী লাল পোশাক ৷ নজর কেড়েছে প্রিয়াঙ্কার ঠোঁটের লাল লিপস্টিক ৷ জানা গিয়েছে, প্রিয়াঙ্কার এই লিপস্টিকের দাম নাকি ৩ লাখ টাকা !

    এই ভিডিওতে প্রিয়াঙ্কার চোপড়াকে দেখা গিয়েছেল একেবারে অন্য অবতারে ৷ গানের সঙ্গে নেচে উঠেছেন প্রিয়াঙ্কা ৷

    দেখুন সেই ভিডিও---

    View this post on Instagram

    She's looking

    First published:

    Tags: 3 lakh, Bag, Birth day, Bollywood, Lipstick, Priyanka Chopra, Red Dress