#মুম্বই: লম্বা গাউন ৷ ছড়িয়ে পড়েছে সিঁড়ির ওপর ৷ একাই ওপর দিকে উঠে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর তাঁর পিছনে লম্বা লাইন ৷ প্রিয়াঙ্কার পোশাকের ঠ্যালায় শোরগোল বিদেশি পাড়ায় ! আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর, রীতিমতো ট্রোলের স্বীকার প্রিয়াঙ্কা ৷
তবে শুধু এই পোশাকই নয়, মেট গালা ২০১৮-তে প্রিয়াঙ্কার আউটফিট নিয়ে রীতিমতো তোলপাড় করে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ মেট গালাতে গাঢ় লাল রঙের একটি ভেলভেট গাউন পরেছেন প্রিয়াঙ্কা ৷ সঙ্গে মাথা জোড়া সোনালি অলংকার ৷ প্রিয়াঙ্কার লুকে অদ্ভুত এক শিথিল ভাব ৷ অনেকেই মনে করছেন, পোশাকটি সুন্দর হলেও, প্রিয়াঙ্কার সঙ্গে নাকি বেমানান ৷
অন্যদিকে লাল রঙের গাউনে আলাদা নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Deepika padukone, Fashion extravaganza, Priyanka Chopra