শ্যুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কার ঘুম!

Last Updated:

আর পারছেন না পিগি ৷ খুব ক্লান্ত ৷ গায়ে-মাথায় খুব ব্যথা! কিন্তু বিশ্রামের সময় একদম নাকি পাচ্ছেন না তিনি ৷ ভোর থেকে রাত টানা শ্যুটিং ৷ নিউইর্য়কের হাড় কাঁপানো ঠান্ডায়, ভোরবেলা কলটাইম ৷ উফফ...! প্রিয়াঙ্কা চোপড়ার এরকমই অবস্থা, হলিউড ফ্লিক ‘কুয়ান্টিকো’র শ্যুটিংয়ের চোটে বড্ড বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি ৷

#মুম্বই: আর পারছেন না পিগি ৷ খুব ক্লান্ত ৷ গায়ে-মাথায় খুব ব্যথা! কিন্তু বিশ্রামের সময় একদম নাকি পাচ্ছেন না তিনি ৷ ভোর থেকে রাত টানা শ্যুটিং ৷ নিউইর্য়কের হাড় কাঁপানো ঠান্ডায়, ভোরবেলা কলটাইম ৷ উফফ...! প্রিয়াঙ্কা চোপড়ার এরকমই অবস্থা, হলিউড ফ্লিক ‘কুয়ান্টিকো’র শ্যুটিংয়ের চোটে বড্ড বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি ৷ একে তো অ্যাকশন ধারাবাহিক ৷ সকাল থেকে রাত পর্যন্ত অ্যাকশন শ্যুট করতে করতে গা-হাত-পায়ে নাকি খুব ব্যথা ৷ কিন্তু রেস্ট নেওয়া চলবে না ৷ শ্যুটিং শেষ করেই ফিরতে হবে বাড়িতে ৷ কী উপায়? প্রিয়াঙ্কা খুঁজলেন উপায়৷ শ্যুটিং থেকে ব্রেক নিয়ে অল্প-স্বল্প ঘুমিয়ে নিচ্ছেন পিগি৷ সুযোগ পেলেই মুখে তুলছেন অল্প-স্বল্প খাবার ৷ যাতে শরীরটাও থাকে, শ্যুটিংও চলে ৷
পরের মাসেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বাজীরাও মস্তানি’ ৷ তবে প্রিয়াঙ্কার মাথায় এখনও একটাই চিন্তা, রিলিজের আগেই শেষ করতে হবে ‘কুয়ান্টিকো’র সিজন টু-এর শ্যুটিং৷ তবে গিয়েই আসবে শান্তি ! তাই ছবির প্রোমোশনের দায়িত্বও ছেড়ে দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের হাতে ৷ প্রিয়াঙ্কা আছেন টিভি সিরিজ নিয়েই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কার ঘুম!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement