শ্যুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কার ঘুম!
Last Updated:
আর পারছেন না পিগি ৷ খুব ক্লান্ত ৷ গায়ে-মাথায় খুব ব্যথা! কিন্তু বিশ্রামের সময় একদম নাকি পাচ্ছেন না তিনি ৷ ভোর থেকে রাত টানা শ্যুটিং ৷ নিউইর্য়কের হাড় কাঁপানো ঠান্ডায়, ভোরবেলা কলটাইম ৷ উফফ...! প্রিয়াঙ্কা চোপড়ার এরকমই অবস্থা, হলিউড ফ্লিক ‘কুয়ান্টিকো’র শ্যুটিংয়ের চোটে বড্ড বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি ৷
#মুম্বই: আর পারছেন না পিগি ৷ খুব ক্লান্ত ৷ গায়ে-মাথায় খুব ব্যথা! কিন্তু বিশ্রামের সময় একদম নাকি পাচ্ছেন না তিনি ৷ ভোর থেকে রাত টানা শ্যুটিং ৷ নিউইর্য়কের হাড় কাঁপানো ঠান্ডায়, ভোরবেলা কলটাইম ৷ উফফ...! প্রিয়াঙ্কা চোপড়ার এরকমই অবস্থা, হলিউড ফ্লিক ‘কুয়ান্টিকো’র শ্যুটিংয়ের চোটে বড্ড বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন তিনি ৷ একে তো অ্যাকশন ধারাবাহিক ৷ সকাল থেকে রাত পর্যন্ত অ্যাকশন শ্যুট করতে করতে গা-হাত-পায়ে নাকি খুব ব্যথা ৷ কিন্তু রেস্ট নেওয়া চলবে না ৷ শ্যুটিং শেষ করেই ফিরতে হবে বাড়িতে ৷ কী উপায়? প্রিয়াঙ্কা খুঁজলেন উপায়৷ শ্যুটিং থেকে ব্রেক নিয়ে অল্প-স্বল্প ঘুমিয়ে নিচ্ছেন পিগি৷ সুযোগ পেলেই মুখে তুলছেন অল্প-স্বল্প খাবার ৷ যাতে শরীরটাও থাকে, শ্যুটিংও চলে ৷
পরের মাসেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বাজীরাও মস্তানি’ ৷ তবে প্রিয়াঙ্কার মাথায় এখনও একটাই চিন্তা, রিলিজের আগেই শেষ করতে হবে ‘কুয়ান্টিকো’র সিজন টু-এর শ্যুটিং৷ তবে গিয়েই আসবে শান্তি ! তাই ছবির প্রোমোশনের দায়িত্বও ছেড়ে দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের হাতে ৷ প্রিয়াঙ্কা আছেন টিভি সিরিজ নিয়েই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2015 5:24 PM IST