Prosenjit Chatterjee: এবার মণিরত্নমের সঙ্গে প্রসেনজিৎ! 'জুবিলি'র পরেই কি বলিউডে বুম্বা দা? জোর গুঞ্জন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মণিরত্নমের সঙ্গে কী ছবি করতে চলেছেন অভিনেতা?
মুম্বই: মণিরত্নমের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবি ছড়িয়ে পড়তেই জোড় বিতর্ক শুরু হয় সমাজমাধ্যমে। মণিরত্নমের সঙ্গে কী ছবি করতে চলেছেন অভিনেতা? প্রশ্ন জাগে নেটিজেনদের মনে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ২’। ছবির সাফল্যের জন্যেই একটি অনুষ্ঠানের আয়োজন করেন নির্মাতারা। এই অনুষ্ঠানের নিমন্ত্রণের তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মূলত পরিচালকের নিমন্ত্রণ রক্ষা করতেই মুম্বইয়ের অনুষ্ঠানে যান অভিনেতা। শেয়ার করেন পরিচালকের সঙ্গে কাটানো এক সুন্দর মুহূর্তের ছবি। ছবিতে প্রসেনজিতের সঙ্গে দেখা যায় অদিতি রায় হায়দারিকেও। ‘জুবিলি’ সিরিজে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে অদিতিকে।
advertisement
advertisement
advertisement
ছবিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশানে লেখেন, ‘‘মণি রত্নম স্যার, আপনার সঙ্গে সাক্ষাৎ করা সবসময়েই আনন্দের। ‘মৌনা রগম’-এর সময় থেকে আমি আপনার ছবি দেখছি। এ বার ‘পোন্নিয়িন সেলভান ২’।আপনি আমার অনুপ্রেরণা।’’ সম্প্রতি মুম্বাইয়ের এক অ্যাওয়ার্ড শো-তেও উপস্থিত ছিলেন অভিনেতা। ‘জুবিলির’ সাফল্যের পর একাধিক বলিউডি ছবিতে ডাক পেয়েছেন তারকা এমনই গুঞ্জন টলিপাড়ায়।
advertisement
মণিরত্নমের এই অনুষ্ঠানে প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। অনুষ্ঠানে দেখা গিয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকেও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 7:59 PM IST