Prakash Raj: ১০০ কোটির আর্থিক কেলেঙ্কারি! অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডির! জানুন

Last Updated:

Prakash Raj: এবার ইডির সমন গেল অভিনেতা প্রকাশ রাজের কাছে! ১০০ কোটি টাকার একটি পঞ্জি স্কিমের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

তামিলনাড়ু: এবার ইডির সমন গেল অভিনেতা প্রকাশ রাজের কাছে! ১০০ কোটি টাকার একটি পঞ্জি স্কিমের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। তামিলনাড়়ুর একটি স্বর্ণবিপণীর সংস্থার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ওই স্বর্ণবিপণীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করেছেন প্রকাশ রাজ। সেই সূত্রেই পঞ্জি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে!
তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণীটি! নাম প্রণব জুয়েলার্স। এই সংস্থার একাধিক শাখা রয়েছে তামিলনাড়ুতে। ইডি সূত্রে খবর, ওই স্বর্ণ প্রতিষ্ঠানটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছে। আর এই মামলাতেই তলব করা হয়েছে প্রকাশ রাজকে। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকার জন্যই অভিনেতাকে তলব করা হয়েছে। মনে করা হচ্ছে এই কাণ্ডে অভিনেতাও যুক্ত থাকতে পারেন। তবে সবটাই তদন্তের পর জানা যাবে!
advertisement
advertisement
এর আগে গত ২০ নভেম্বর সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। এখনও পর্যন্ত তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করালেও নির্দিষ্ট সময়ে সুদ-সমেত অর্থ স্বর্ণবিপণীটি ফেরাতে পারেনি বলে অভিযোগ। এরপর এফ আই আর করা হয়! পুরো কেসটা তদন্ত শুরু করে ইডি! সেই সূত্র ধরেই এবার ইডির অফিসে তলব প্রকাশ রাজকে!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prakash Raj: ১০০ কোটির আর্থিক কেলেঙ্কারি! অভিনেতা প্রকাশ রাজকে তলব ইডির! জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement