বাহুবলির একি দশা, শেষমেশ সাইকো সাইয়াঁ !
Last Updated:
#মুম্বই: বাহুবলি ছবির পর থেকে প্রভাসকে নিয়ে গোটা ফিল্মজগতে কৌতুহল বড্ডবেশি ৷ প্রভাস কী করছেন, তাঁর পরের ছবি কী, তা নিয়ে নানা প্রশ্নে নাজেহাল ৷ তার ওপর তো রয়েইছে অনুষ্কা শেট্টি-র সঙ্গে প্রভাসের প্রেম গুঞ্জন !
তবে এবার আর অনুষ্কা শেট্টি নয়, বরং বলিউডের শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে শাহো-তে একেবারে নতুন চমক দিতে চলেছেন প্রভাস ৷ সামনে এল ‘শাহো’ ছবির নতুন এক গান, যেখানে একেবারে নতুন অবতারে দেখা গেল প্রভাসকে ৷
বাহুবলির মতো প্রভাসের এই ছবিও একেবারে অ্যাকশন প্যাকড ৷ তবে এখানে নেই রাজা-রানির গল্প ৷ বরং পরিচালক সুজিত এই ছবির গল্পে এনেছেন সাই-ফাই টাচ !
advertisement
advertisement
দেখুন সেই গান---
Location :
First Published :
July 08, 2019 2:22 PM IST