বাবাকে ছাড়ব না ! অপারেশনের পর বাবাকে নিয়ে হৃতিকের পোস্ট

Last Updated:
#মুম্বই: আবারও দুঃসংবাদ শোনাল বলিউড৷ ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হৃতিক রোশন জানান এই খবর৷ বাবার সঙ্গে জিম করার ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, বাবার গলায় ক্যানসার ধরা পড়েছে৷ আজ অস্ত্রোপচার হবে৷ কিন্তু আজকের দিনেও বাবা জিম মিস করতে চাননি এবং দারুণ মুডে ছিলেন৷ পরিবারে এরকম একজন যোদ্ধা পাওয়া সত্যিই আশীর্বাদ৷
হৃতিকের পোস্ট থেকেই জানা যাচ্ছে, কয়েক সপ্তাহ আগে গলার ক্যানসারে ধরা পড়ে ৬৯ বছরের রাকেশ রোশনের৷ প্রথম পর্যায়ে ধরা পড়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এবার সুসংবাদ এল রোশন পরিবার থেকে ৷ অস্ত্রোপচার সফল হয়েছে ৷ ভাল আছেন রাকেশ রোশন ! হৃত্বিক জানিয়েছেন, অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই বাবা প্রথমেই বললেন, ‘ভাল আছি, ভগবানের কৃপায় সুস্থ বোধ করছি ৷’
advertisement
হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছেন রাকেশ রোশন ৷ ইনস্টাগ্রামে হৃতিক শেয়ারও করেছেন রাকেশের ছবি ৷ সঙ্গে লিখেছেন, ‘বাবা সুস্থ ৷ যারা এই সময়ে আমাদের পরিবারের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ ৷ বাবাকে আঁকড়ে ধরেই এগিয়ে চলব ! বাবাকে ছাড়া যাবে না ৷’
advertisement
rakki
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবাকে ছাড়ব না ! অপারেশনের পর বাবাকে নিয়ে হৃতিকের পোস্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement