Deb Kumar Basu: মুহূর্তে প্রাণটা শেষ ...! প্রয়াত বাংলার কিংবদন্তি পরিচালক দেব কুমার বসু, মৃত্যুশোকে স্তব্ধ বিনোদন দুনিয়া

Last Updated:

Debkumar Basu Death News : বিনোদন দুনিয়ায় আরও এক নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক দেব কুমার বসু। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

প্রয়াত বাংলার কিংবদন্তি পরিচালক দেব কুমার বসু
প্রয়াত বাংলার কিংবদন্তি পরিচালক দেব কুমার বসু
কলকাতা: টলিপাড়ায় আবারও দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না টলি ইন্ডাস্ট্রির৷ একের পর এক তারকারা সকলেই একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বাংলা সিনেমা তথা মঞ্চের প্রবাদপ্রতিম শিল্পী দেবরাজ রায়। রাত পোহাতেই বিনোদন দুনিয়ায় আরও এক নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক দেব কুমার বসু।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। শুক্রবার সকালে প্রয়াত পরিচালক দেবকী কুমার বসুর ছেলে দেবকুমার বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
advertisement
সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকদের আগে যারা বাংলা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন দেবকী বসু৷ বাবার পথ অনুসরণ করেই সিনেমার জগতে এসেছিলেন দেব কুমার বসু৷ তবে বাবার তা মোটেই পছন্দ ছিল না৷ তাই বাংলা ছবি নয় বরং অসমিয়া ছবিতে হাতেখড়ি তাঁর৷ প্রথম ছবি সংগ্রাম দিয়েই চলচ্চিত্রে হাতেখড়ি দেব কুমার বসুর৷ শুরুতেই তা সুপারহিট হয়েছিল৷ নিজের দক্ষতায় রাষ্ট্রপতি পুরস্কারও লাভ করেন পরিচালক৷ বিশেষত, মণিপুরের সিনেমার ইতিহাসে তাঁর নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷
advertisement
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বিবাহ অভিযান’ তাঁকে পরিচিত করেছিল সকলের কাছে। তাঁর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ শুক্রবার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ অসুস্থতার জেরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, কিন্তু কোনওভাবেই তিনি আর বাড়ি ফিরলেন না৷ তাঁর মৃত্যুশোকে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সিনেমা জগতে৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deb Kumar Basu: মুহূর্তে প্রাণটা শেষ ...! প্রয়াত বাংলার কিংবদন্তি পরিচালক দেব কুমার বসু, মৃত্যুশোকে স্তব্ধ বিনোদন দুনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement