হাত দিয়ে ঢাকা উন্মুক্ত বক্ষ! সাদা কালো ছবিতে টপলেস পুনম, দেখুন ভাইরাল সব ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Poonam Pandey nude photoshoot: তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক। প্রায় সম্পূর্ণ অনাবৃত অবস্থায় নিজেকে মেলে ধরতে দু'বার ভাবেন না তিনি। এর আগে বারবার শিরোনাম দখল করছিলেন প্রাক্তন স্বামী স্যাম বম্বের সঙ্গে বিবাদের জেরে।
#মুম্বই: অ্যাডাল্ট তারকা হিসেবে পরিচিত তিনি। বারবার অর্ধনগ্ন হয়ে ক্যামেরার সামনে এসে তারকাদের মুগ্ধ করতে দেখা যায় তাঁকে। কখনও লাইভে, কখনও বা ছবিতে। তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয় না বটে। কিন্তু নিজের মতো করেই জীবন যাপনে বিশ্বাসী পুনম পাণ্ডে।
সম্প্রতি তিনটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নিমেষে ভাইরাল সে ছবিগুলি। তুলেছেন বিখ্যাত চিত্রগ্রাহক রফিক সৈয়দ। সাদা কালো সেই তিনটি ছবিতে দেখা যাচ্ছে, পুনমের শরীরের উপরের অংশ অনাবৃত। কেবল দু'হাত দিয়ে ঢাকা উন্মুক্ত বক্ষ। চুল বাঁধা আঁটোসাঁটো করে। ছবিগুলির ক্যাপশনে লেখা, 'সব কিছু সাদা কালো নয়।'
advertisement
advertisement
এর আগেও অনাবৃত হয়ে বারবার প্রকাশ্যে এসেছেন। এমনকি টেলিভিশনের পর্দাতেও প্রায় নগ্ন হয়েছিলেন পুনম। একবার কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’-এ তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভক্তদের চমকে দেবেন তিনি। কথা রেখে সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে পোশাক খোলেন সেই মডেল। একবার সেই শো-তেই গামলায় বসে সকলের সামনে স্নান করেন পুনম। যদিও অন্তর্বাস পরেই ছিলেন।
advertisement
তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক। প্রায় সম্পূর্ণ অনাবৃত অবস্থায় নিজেকে মেলে ধরতে দু'বার ভাবেন না তিনি। তা ছাড়া এর আগে বারবার শিরোনাম দখল করছিলেন নিজের প্রাক্তন স্বামী স্যাম বম্বের সঙ্গে বিবাদের জেরে। পুনমের অভিযোগের ভিত্তিতেই কারাবাস হয় স্যামের। তার পরে বিবাহ বিচ্ছেদ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 8:50 AM IST