হোম /খবর /বিনোদন /
ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা !

Poonam Dhillon's Daughter: ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা! তাঁর বলিউড ডেবিউ নিয়ে জোর গুঞ্জন

অবশ্য এখনও প্রচারের আলোয় আসেননি তিনি। আজ পরিচয় করিয়ে দেওয়া যাক পুনম-কন্যার সঙ্গে।

  • Share this:

মুম্বই: আটের দশকের বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন পুনম ধিলোঁ। ১৯৭৮ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে নিজের সৌন্দর্যের মাধ্যমে সকলের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে তাঁর কন্যাটিও কিন্তু সৌন্দর্যে কম যান না। অবশ্য এখনও প্রচারের আলোয় আসেননি তিনি। আজ পরিচয় করিয়ে দেওয়া যাক পুনম-কন্যার সঙ্গে।

পুনমের কন্যার নাম পালোমা ধিলোঁ। তেমন ভাবে প্রচারের আলো এখনও পড়েনি তাঁর উপরে। তবে সোশ্যাল মিডিয়ায় পুনম শেয়ার করেন মেয়ের ছবি। সেখান থেকেই দেখা গিয়েছে তাঁর রূপের ঝলক। ফিটনেস আর সৌন্দর্যে যে কোনও মডেলকে পিছনে ফেলে দিতে পারেন তিনি। পালোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলেও তা ‘ব্যক্তিগত’ করা রয়েছে।

আরও পড়ুন- রাশিফল ২৪-৩০ এপ্রিল: দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ

পালোমার বয়স ২৭। অত্য়ন্ত গ্ল্যামারাস এই স্টার কিডের ছবি কিংবা ভিডিও দেখা যায় একমাত্র পুনমের শেয়ার করা পোস্টেই। ফলে ভক্তরাও মুগ্ধ এ-হেন সৌন্দর্যে। হামেশাই পুনমের পোস্টে পালোমার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় নেটিজেনদের। এমনকী জোর জল্পনা, খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করবেন পালোমা। শোনা যাচ্ছে, সুরজ বরজাতিয়ার প্রোডাকশন হাউজ ‘রাজশ্রী প্রোডাকশন’ ইতিমধ্যেই তাঁকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে এই প্রসঙ্গে তেমন কোনও আপডেট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

ওদিকে আবার পুনম ধিলোঁ ভারতসুন্দরীর খেতাব জেতার পরেই বলিউডে ডাক পেয়েছিলেন। তাঁর প্রথম ছবি ছিল ১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত ‘ত্রিশূল’। এর পর ‘কালা পাথ্থর’, ‘নুরি’, ‘সোহনি মাহিওয়াল’, ‘তেরি মেহেরবানিয়া’, ‘কসম’, ‘সমুন্দর’, ‘নাম’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

১৯৮৮ সালে ছবির প্রযোজক অশোক থাকেরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু পুনম-অশোকের সুখের দাম্পত্য ১০ বছরও স্থায়ী হয়নি। ১৯৯৭ সালে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তাঁদের দুই সন্তান পালোমা এবং অনমোল এখনও পর্যন্ত স্টারডম থেকে অনেক দূরে রয়েছেন। তবে পুনম-কন্যা পালোমাকে এখন রুপোলি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bollywood, Bollywood Actress, Poonam Dhillon