Puja Banerjee: পূজা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রযোজক শ্যামসুন্দর দে'র স্ত্রীর
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Pooja Banerjee- বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল কাছের বন্ধুর হাতে প্রতারিত হয়ে একেবারে পথে বসতে হয়েছে অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মাকে।
কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল কাছের বন্ধুর হাতে প্রতারিত হয়ে একেবারে পথে বসতে হয়েছে অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মাকে। কিন্তু এবার পূজার বিরুদ্ধেই প্রতারণার গুরুতর অভিযোগ প্রযোজক শ্যাম সুন্দর দে-র স্ত্রীর।
তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন, গোয়াতে তাঁর স্বামীকে অপহরণ করেছিল পূজা ও তাঁর স্বামী কুণাল। শ্যামসুন্দর দের স্ত্রী মালবিকা বলেন, FIR দায়ের হয়েছে পূজা বন্দোপাধ্যায়, কুণল বর্মা ও পীযুষ কোঠারির বিরুদ্ধে। তিনি আরও জানান, আপাতত উত্তর গোয়া এসপির নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় তাঁর স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।
অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায় টাকার জন্য তাঁর স্বামীকে অপহরণ করেছিলেন, সেই বিষয়ে শ্যামসুন্দরের স্ত্রী মালবিকা দে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছিলেন। এবার প্রযোজক শ্যামসুন্দর দে নিউজ 18 বাংলাকে জানালেন, তিনি ট্রমার মধ্যে আছেন। ছাড়া পাওয়ার পর এখনও তিনি ভাবতে পারছেন না যে দীর্ঘদিনের বন্ধু পূজা এবং তাঁর স্বামী টাকার জন্য তাঁকে গোয়ায় এভাবে অপহরণ করে আটকে রাখতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন- জানতে পারেননি মৃত্যুর কালো ছায়া তাঁর ওপরেও,কেন হঠাৎ মারা গেলেন করিশ্মরা স্বামী,কী হয়েছিল
ছাড়া পাওয়ার পর গোয়ায় পুলিশি অভিযোগ জানানো হয় তাঁর পরিবারের তরফে। কলকাতায় ফিরে শামসুন্দর দে সল্টলেকে ইলেকট্রনিকস কমপ্লেক্স থানায় FIR দায়ের করেছেন পূজা এবং তার স্বামীর বিরুদ্ধে। তিনি বলছেন, তাঁর সঙ্গে অবশ্যই ব্যবসায়িক লেনদেন ছিল পূজা এবং তাঁর স্বামীর। কিন্তু টাকা পান বলে তাকে অপহরণ করে এভাবে শাসানো হবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। এভাবে কি আইন হাতে তুলে নেওয়া যায়? আইনি পথেই তিনি এগোবন।
advertisement
গোটা বিষয়টি নিয়ে পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। শুধু বলেছেন, ‘সত্যিটা খুব শীঘ্রই সামনে আসবে’। এর বাইরে আর কিছু বলতে তিনি রাজি হননি এবং ফোনও ধরছেন না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 11:42 PM IST