সব রেকর্ড চুরমার, সবথেকে বড় হিট, ৭ দিনেই প্রায় ৩৫০ কোটি আয় ঐশ্বর্যার 'পোন্নিয়িন সেলভান ১'-এর

Last Updated:

মুক্তির সাত দিন পরও হাউজফুল ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত এই ঐতিহাসিক ছবি! সপ্তাহান্ত তো ছেড়েই দিন, সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতেও এই ছবির টিকিট মিলছে না

#মুম্বই: মাত্র ৭ দিনেই সবথেকে বড় হিট, বিশ্ব জুড়ে বক্সঅফিস কালেকশন দেখে চোখ কপালে ওঠার জোগাড়! শুধু জাতীয় নয়, বহু আন্তর্জাতিক ব্লকবাস্টার ছবিকেও গোলে গোলে বল মারছে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। মুক্তির সাত দিন পরও হাউজফুল ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত এই ঐতিহাসিক ছবি! সপ্তাহান্ত তো ছেড়েই দিন, সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতেও এই ছবির টিকিট মিলছে না। ৭ দিনে গোটা বিশ্বে বক্সঅফিস কালেকশন প্রায় ৩৫০ কোটি। যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই আয় হয়েছে ১৩০ কোটি।
৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান ১’! ছবিটি রিলিজ হয়েছিল ৫ ভাষায়-- তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড়। দক্ষিণ ভারতের ইতিহাস কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের ওঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াই ফুটে উঠেছে বড় পর্দায়। বলাবাহুল্য, খরচ হয়েছে বিস্তর, কিন্তু সেই টাকা উঠে আসতেও যে সময় নেবে না, তা মাত্র ৭ দিনেই স্ষ্ট! পরিসংখ্যান বলছে, তামিলনাড়ুর প্রথম ছবি ‘পোন্নিয়িন সেলভানভ ১’ যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা তুলে আনতে পেরেছে। রিপোর্ট বলছে, ভারতে সপ্তম দিনে ছবিটি আয় করেছে ১১.৫০ কোটি। মোট ৭ দিনে আয় ১৭২ কোটি।
advertisement
advertisement
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ট্যুইটারে ‘পোন্নিয়িন সেলভান ১’-এর আন্তর্জাতিক সার্কিটে সাফল্যের কারণ ব্যাখ্যা করেছেন--
advertisement
যদিও এই ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির  অভিযোগ তুলেছেন দক্ষিণীরাই। জাতীয় পুরষ্কারজয়ী তামিল পরিচালক ভেত্রিমারানের দাবি, রাজ রাজ চোল হিন্দু রাজা ছিলেন না। এতেই ফের দানা বেঁধেছে বিতর্ক। চোল বংশ ছাড়া আরও কিছু দক্ষিণ ভারতীয় রাজবংশের উল্লেখ রয়েছে এই ছবিতে। তাদের অধিকাংশই চোলদের শত্রু। তবে চোলদের সব সময়েই হিন্দু শাসক হিসাবে পরিচয় দেওয়া হয়েছে এ ছবিতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব রেকর্ড চুরমার, সবথেকে বড় হিট, ৭ দিনেই প্রায় ৩৫০ কোটি আয় ঐশ্বর্যার 'পোন্নিয়িন সেলভান ১'-এর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement