Poila Baisakh: পয়লা বৈশাখেই সেরে ফেলতে হবে সব 'ভাল কাজ'! কেন এমন বিশ্বাস মধুবনীর

Last Updated:

ছোটবেলা থেকেই মুখিয়ে থাকতাম, কবে আসবে পয়লা বৈশাখ৷ কারণ, আমার কাছে পয়লা বৈশাখ মানেই গরমের ছুটি

পয়লা বৈশাখেই সেরে ফেলতে হবে সব 'ভাল কাজ'! কেন এমন বিশ্বাস মধুবনীর
পয়লা বৈশাখেই সেরে ফেলতে হবে সব 'ভাল কাজ'! কেন এমন বিশ্বাস মধুবনীর
‘‘ছোটবেলা থেকেই মুখিয়ে থাকতাম, কবে আসবে পয়লা বৈশাখ৷ কারণ, আমার কাছে পয়লা বৈশাখ মানেই গরমের ছুটি৷’’ কীভাবে কাটে পয়লা বৈশাখ? উত্তরে এমনটাই জানালেন অভিনেত্রী মধুবনী গোস্বামী৷ বাঙালীর নববর্ষকে ঘিরে আগাগোড়াই যেন আবেগে ভাসেন তিনি৷ এই বিশেষ দিনটি এলেই শৈশবে ফিরে যেতে ইচ্ছা মাথাচাড়া দিয়ে ওঠে। তাঁর ছুটে যেতে ইচ্ছা করে ফেলে আসা গরমের দুপুরে৷
নিউজ18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতির পাতা ওল্টালেন মধুবনী। বললেন, ‘‘লোকে শুনলে হাসবে, কিন্তু আমার গরম কাল দারুণ লাগে৷ কারণ গ্রীষ্মকাল মানেই আমার কাছে গরমের ছুটি৷ স্কুলের বইকে সাইডে রেখে গল্পের বইয়ে ডুব দেওয়া৷ পড়াশোনা থাকত তোলা, চলত জমিয়ে খেলা৷"
advertisement
এর পর সময় গড়িয়েছে। গ্রীষ্মের ছুটি, বিকেলের খেলা- এ সবই এখন অতীত। কিন্তু অতীতের সেই আমেজ মধুবনীর কাছে বয়ে আনে পয়লা বৈশাখ৷ অভিনেত্রীর গলায় আবেগ আর উত্তেজনার মিশেল স্পষ্ট৷ কথা বলতে বলতেই খুলে গেল স্মৃতির দ্বার। মধুবনী জানালেন, পয়লা বৈশাখের দিনটাকে বেশ যত্ন নিয়ে কাটাতেন তিনি৷ কারণ অভিনেত্রীর মা বলতেন, এই দিনটা যেমন ভাবে কাটবে, সারা বছরও ঠিক সেই ভাবেই কাটবে৷ তাই এইদিন ভাল হওয়া ছিল ‘মাস্ট’৷
advertisement
মায়ের উপদেশ মেনে প্রায় সব 'ভাল কাজ' একই দিনে সেরে ফেলতেন মধুবনী। কিন্তু এখন তো তিনি নিজেই মা৷ কী ভাবে কাটছে পয়লা বৈশাখ? একরত্তিকে সামলে মধুবনী বললেন, ‘‘পয়লা বৈশাখে পুজো দেব, তার সঙ্গে কাজও করব৷ কারণ ওই যে সেই ছোটবেলায় মা বলেছিলেন, আজ যা করব, সারা বছর তা-ই হবে৷ তাই আজ সব ভাল কাজ করব৷ একটু সময় বার করে গানে বসব৷"
advertisement
স্বামী-সন্তান নিয়ে এখন তিনি পুরোদস্তুর গৃহিণী। পাশাপাশি চলছে তাঁর ভ্লগ৷ পয়লা বৈশাখও কাজ এবং কাছের মানুষদের সঙ্গেই কাটাবেন মধুবনী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poila Baisakh: পয়লা বৈশাখেই সেরে ফেলতে হবে সব 'ভাল কাজ'! কেন এমন বিশ্বাস মধুবনীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement