PM Modi At 75: ‘দেশের উন্নয়নের জন্য আপনার অবদান সবসময় স্মরণ করা হবে,’ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা আমির খানের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Aamir Khan Birthday Wish to PM Modi: ৫ বছর বয়সে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওত থেকে শুরু করে অনিল কপূর, সোনু সুদরাও প্রত্যেকেই মোদিকে শুভেচ্ছায় ভরালেন এই দিন।
মুম্বই: ৭৫ বছর বয়সে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকাল থেকেই সারা দেশের মানুষের থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। পিছিয়ে নেই বলিউডের তারকারাও। শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওত থেকে শুরু করে অনিল কপূর, সোনু সুদরাও প্রত্যেকেই মোদিকে শুভেচ্ছায় ভরালেন এই দিন।
#WATCH | Wishing PM Modi on his 75th birthday today, Actor Aamir Khan says, “Wishing you a very happy birthday, sir. Your contributions towards the development of India will always be remembered. On this joyous occasion, we pray for your long life and also that you continue to… pic.twitter.com/NlX2hbfc4w
— ANI (@ANI) September 17, 2025
advertisement
advertisement
আমির খান প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জানান, ‘‘আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, স্যার। ভারতের উন্নয়নের জন্য আপনার অবদান সবসময় স্মরণ করা হবে। এই আনন্দময় উপলক্ষে, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনি যেন দেশের উন্নতির পথে এগিয়ে যান।’’
advertisement
অন্যদিকে শাহরুখ খান এই দিন একটি ভিডিওর মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি ‘কিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তার মাঝেই ভিডিওয় শাহরুখ বলেছেন, “আপনার নিয়মকানুন, পরিশ্রম ও দেশের প্রতি আপনার নিষ্ঠা আপনার যাত্রাপথেই ফুটে ওঠে। আমাদের মতো তরুণেরাও ৭৫ বয়সে আপনার শক্তি ও উদ্যম থেকে অবাক হয়ে যায়। আমি প্রার্থনা করি, আপনি যেন সর্বদা এমন সুখী ও সুস্থ থাকেন।”
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 2:52 PM IST