নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

Last Updated:

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷

#নয়াদিল্লি: নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷ নেটফ্লিক্স নিয়ে মামলা গড়াল দিল্লি হাইকোর্ট অবধি ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে ৷ এমনকী, ওয়েব সিরিজে অপমান করা হয়েছে রাজীব গান্ধিকে ৷ সেই অভিযোগ এনেই ওই সমস্ত বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে হাইকোর্টে মামলা দাখিল করা হয়েছে ৷
‘সেক্রেড গেমস’ ৷ মাত্র ছ’দিন হয়েছে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরিজিন্যালস ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকি, সইফ আলি খান, রাধিকা আপ্তে অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়েই বিতর্ক চরমে ৷ গতকালই রাজীব গান্ধিকে অপমান করার অভিযোগে গিরিশ পার্ক থানায় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক কংগ্রেস নেতা ৷ শুধু নওয়াজই নয় ৷ ওয়েব সিরিজের প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি ৷
advertisement
advertisement
দিল্লি হাইকোর্টে আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে ৷ শশাঙ্ক গর্গ দিল্লি হাইকোর্টে এই মামলা দাখিল করেন ৷ তাঁর দাবি, নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে বোফর্স মামলা, শাহ বানো মামলা, বাবরি মসজিদের মত ঐতিহাসিক ঘটনাগুলিও বিকৃত করে দেখানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement