নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

Last Updated:

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷

#নয়াদিল্লি: নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷ নেটফ্লিক্স নিয়ে মামলা গড়াল দিল্লি হাইকোর্ট অবধি ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে ৷ এমনকী, ওয়েব সিরিজে অপমান করা হয়েছে রাজীব গান্ধিকে ৷ সেই অভিযোগ এনেই ওই সমস্ত বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে হাইকোর্টে মামলা দাখিল করা হয়েছে ৷
‘সেক্রেড গেমস’ ৷ মাত্র ছ’দিন হয়েছে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরিজিন্যালস ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকি, সইফ আলি খান, রাধিকা আপ্তে অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়েই বিতর্ক চরমে ৷ গতকালই রাজীব গান্ধিকে অপমান করার অভিযোগে গিরিশ পার্ক থানায় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক কংগ্রেস নেতা ৷ শুধু নওয়াজই নয় ৷ ওয়েব সিরিজের প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি ৷
advertisement
advertisement
দিল্লি হাইকোর্টে আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে ৷ শশাঙ্ক গর্গ দিল্লি হাইকোর্টে এই মামলা দাখিল করেন ৷ তাঁর দাবি, নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে বোফর্স মামলা, শাহ বানো মামলা, বাবরি মসজিদের মত ঐতিহাসিক ঘটনাগুলিও বিকৃত করে দেখানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement