হোম /খবর /বিনোদন /
ফুড ডেলিভারি বয়ের কু-কীর্তি, অ্যাডাল্ট গ্রুপে শেয়ার হল নায়িকার ফোন নম্বর !

ফুড ডেলিভারি বয়ের কু-কীর্তি, অ্যাডাল্ট গ্রুপে শেয়ার হল নায়িকার ফোন নম্বর !

ফুড ডেলিভারি বয়ের কু-কীর্তি, অ্যাডাল্ট গ্রুপে শেয়ার হল নায়িকার ফোন নম্বর !

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: নায়িকা জানালেন খুব সাবধান! যা আমার সঙ্গে ঘটেছে, তা আপনাদের সঙ্গেও ঘটতে পারে যখন তখন ৷ নায়িকা ঠিক এই ভাষাতেই করলেন ট্যুইট ৷ পিৎজা অর্ডার দিয়ে রীতিমতো বিপদ ডেকে ফেললেন দক্ষিণী অভিনেত্রী গায়েত্রী সাই ৷

তা ঠিক কী ঘটেছিল?

গায়েত্রীর ট্যুইটে লিখলেন, ৯ ফেব্রুায়ারি পিৎজা অর্ডার দিয়েছিলাম ৷ ডেলিভারি বয় পিৎজা নিয়ে আসার পর লক্ষ্য করি সে মদ্যপ ৷ আমি কোনওরকম কথা না বাড়িয়ে পিৎজা নিয়ে নিই ৷ কিন্তু হঠাৎই দেখি আমার কাছে নানারকম ফোন আসতে শুরু করে ৷ হোয়াটসঅ্যাপে আসতে শুরু করে নানা মেসেজ ৷ পরে বুঝতে পারি, ওই পিৎজা ডেলিভারি বয়ই আমার নাম্বার অ্যাডাল্ট গ্রুপে শেয়ার করেছে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Actress, Deliver boy, Movie, News, Pizza, Whatsapp