#চেন্নাই: নায়িকা জানালেন খুব সাবধান! যা আমার সঙ্গে ঘটেছে, তা আপনাদের সঙ্গেও ঘটতে পারে যখন তখন ৷ নায়িকা ঠিক এই ভাষাতেই করলেন ট্যুইট ৷ পিৎজা অর্ডার দিয়ে রীতিমতো বিপদ ডেকে ফেললেন দক্ষিণী অভিনেত্রী গায়েত্রী সাই ৷
তা ঠিক কী ঘটেছিল?
গায়েত্রীর ট্যুইটে লিখলেন, ৯ ফেব্রুায়ারি পিৎজা অর্ডার দিয়েছিলাম ৷ ডেলিভারি বয় পিৎজা নিয়ে আসার পর লক্ষ্য করি সে মদ্যপ ৷ আমি কোনওরকম কথা না বাড়িয়ে পিৎজা নিয়ে নিই ৷ কিন্তু হঠাৎই দেখি আমার কাছে নানারকম ফোন আসতে শুরু করে ৷ হোয়াটসঅ্যাপে আসতে শুরু করে নানা মেসেজ ৷ পরে বুঝতে পারি, ওই পিৎজা ডেলিভারি বয়ই আমার নাম্বার অ্যাডাল্ট গ্রুপে শেয়ার করেছে ৷
.@dominos_india guy delivered pizza at my place in Chennai in a intoxicated state on the 9th of feb and shared my number in adult groups and a complaint is pending since ur office is yet to speak to me . I have numerous calls and WhatsApp which he has shared .please be safe all pic.twitter.com/CehVmWwBkL
— Gayatri Sai (@gainsai) February 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।