ফিরছেন পায়েল ! নতুন শো নিয়ে, আপনারা প্রস্তুত তো . . .
Last Updated:
ফের একবার দেখতে পাওয়া যাবে পায়েলকে ৷ এক বিশেষ ভূমিকায় বাংলা টেলিভিশনে অনেকদিন দেখতে পাওয়া যাবে পায়েল দে-কে ৷ আগামী জুলাইয়ের মাঝামাঝি কালার্স বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'জাহানারা ৷'
#কলকাতা: ফের একবার দেখতে পাওয়া যাবে পায়েলকে ৷ এক বিশেষ ভূমিকায় বাংলা টেলিভিশনে অনেকদিন দেখতে পাওয়া যাবে পায়েল দে-কে ৷ আগামী জুলাইয়ের মাঝামাঝি কালার্স বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'জাহানারা ৷'
প্রিয় অভিনেত্রীর ফেরার খবরে আপাতত তাঁর অনুরাগীরা অপেক্ষায় প্রহর গুনছেন ৷ টেলিভিশন কাঁপানো পায়েল দে-কে আমরা দেখেছি জনপ্রিয় ধারাবাহিক দুর্গা, বেহুলা, বধূ কোন আলো লাগলো চোখে, লাল ত্রিকোণ, অর্ধাঙ্গিনী ইত্যাদি ধারাবাহিকে ৷ এবার এক অন্য ভূমিকায় পায়েলকে দেখতে পাওয়া যাবে ৷
রুবিনার ভূমিকায় দেখতে পাওয়া যাবে পায়েল দে-কে ৷ নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুয়েতা মিশ্রকে ৷ গল্পটি মূলত দুই অভিজাত মুসলিম পরিবারের টানাপোড়েনের গল্প ৷ দুই বোন জাহানারা ও রুবিনার জীবন দর্শনে অন্তর বিস্তর ৷ সেই নিয়েই ঘাত-প্রতিঘাত পৌঁছয় চরমে ৷
advertisement
advertisement
জাহানারা-র বাবা নিজামুউদ্দিন শেখ নাস্তিক হলেও উদারমানসিকতা সম্পন্ন ব্যক্তি ৷ ধর্মের নামে নানান বুজরুকির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ তাঁর লেখনিতে অনেক সময়েই তৈরি হয়েছে নানান বিতর্ক ৷ দানা বেঁধেছে একাধিক জটিলতা ৷
রুবিনা মুর্শিদাবাদের এই স্কুলে পড়ান আর জাহানারা সদ্য আইন বিভাগ নিয়ে পাশ করেছেন ৷ রুবিনার এখন একটাই লড়াই তিন তালাকের শিকার মুসলিম মহিলাদের পাশে দাঁড়ানো ৷ দুইবোনের লড়াই সমান সমান সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ৷ আদৌ কি জাহানারা সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পৌছতে পারবে লক্ষে ? জানতে হলে চোখ রাখুন কালার্স বাংলার পর্দায় ৷ খুব তাড়াতাড়ি আসছে ৷
advertisement
আরও পড়ুন : 'মনসা' কি পারবে মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ! চোখ রাখুন 'মনসা' ধারাবাহিকের কিছু এক্সপ্রেস এপিসোডে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 7:59 PM IST