রাজকুমার আমার জন্য পাগল, আমি সত্যিই লাকি
Last Updated:
#মুম্বই: সম্পর্ক মুখে স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রাখেন না কেউই৷ বলিউডে এখন এটাই ট্রেন্ড৷ তবে কোনও ভাবেই এই ট্রেন্ড ফলো করেননি রাজকুমার রাও-পত্রলেখা৷
৮ বছর ধরে গভীর সম্পর্কে রয়েছেন তারা৷ কিন্তু বছর খানেক আগেও তা মিডিয়ার অজানাই ছিল৷ এতদিন পর তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন পত্রলেখা৷ শুরুর দিকে রাজকুমারকে নিয়ে পত্রলেখা বিশেষ আশাবাদী না থাকলেও রাজকুমার নাকি শুরু থেকেই জানতেন, পত্রলেখাকেই বিয়ে করতে চলেছেন তিনি৷
advertisement
পত্রলেখা বলেন, এলএসডি ছবিতে প্রথম দেখেছিলাম রাজকুমারকে৷ দেখে ভেবেছিলাম চরিত্রের মতোই অদ্ভুত ও৷ তবে রাজকুমার কিন্তু আমাকে প্রথম আমাকে একটি বিজ্ঞাপনে দেখেই ঠিক করে ফেলেছিল আমাকেই বিয়ে করবে৷ সিটিলাইটস-এ কাজ করার সময় থেকেই বদলাতে থাকে পত্রলেখার ধারণা৷ আমার একসঙ্গে কাজ করতে শুরু করলেই যেন সবকিছু ম্যাজিক মনে হয়৷ ওর প্যাশন দেখে ওর প্রতি সম্মান বেড়ে যায়৷ আমরা কাজ, সিনেমার প্রতি ভালবাসা নিয়ে অনেক কথা বলতাম...ওকে লড়াই করতে দেখেছি, কিন্তু কখনও হাল ছাড়তে দেখিনি৷ কেন প্রেমে পড়বো না বলুন?
advertisement
রাজকুমরাকে দেখে আপাত ভাবে গম্ভীর মনে হলেও তিনিও নাকি প্রেমে পাগল৷ "আমার সঙ্গে অনেকদিন দেখা না হওয়ায় এয়ারপোর্ট থেকে দৌড়ে জুহু এসেছিল রাজকুমার৷ যখন আমরা বিশেষ রোজগার করতাম না তখনও রাজকুমার আমার জন্য আমাকে পছন্দের ব্র্যান্ডের ব্যাগ কিনে দিয়েছিল৷ কত দাম সেই ব্যাগের! পরে সেই ব্যাগ লন্ডনে চুরি হয়ে যায়৷ আমি কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম রাজকুমারকে৷ এত স্মৃতি জড়িয়ে ওই ব্যাগের সঙ্গে!
advertisement
হোটেলে ফিরে দেখি ঠিক একই রকম ব্যাগ অপেক্ষা করছে আমার জন্য৷ সেদিনই বুঝেছিলাম আমি কত লাকি", হিউম্যানস অফ বম্বে-কে জানান পত্রলেখা৷
তবে সম্পর্ক ৮ বছর পেরোলেও ভবিষ্যতের কথা ভাবেন না পত্রলেখা৷ জীবনের প্রতিটি মুহূর্তই উপভোগ করতে চান তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2019 11:53 AM IST