পরিণীতির রিক্সা সফর !
Last Updated:
মে মাসের ১৭ তারিখ থেকে কলকাতা ‘মেরি পেয়ারি বিন্দু’র শ্যুটিংয়ে কলকাতায় আছেন পরিণীতি চোপড়া ৷ সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানাও ৷
কলকাতা: মে মাসের ১৭ তারিখ থেকে কলকাতা ‘মেরি পেয়ারি বিন্দু’র শ্যুটিংয়ে কলকাতায় আছেন পরিণীতি চোপড়া ৷ সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানাও ৷ কখনও ফ্লুরিসে চুমুক দিচ্ছেন দার্জিলিংয়ে চায়ে, তো কখনও রাস্তার ধারের নুডলস বিন্দাস মুখে তুলছেন পরিণীতি ৷
তবে এতো গেল পরিণীতির শ্যুটিংয়ের ফাঁকে চলা নানা কীর্তি ৷ শ্যুটিংয়ের ফাঁকেও বিন্দাস রয়েছেন পরিণীতি ! কখনও কলকাতার রাস্তায় চালাচ্ছেন সাইকেল, কখনও আবার আয়ুষ্মানকে বসিয়ে টানছেন ঠেলা রিক্সা !
এরকমই দস্যিপনার মধ্যে দিয়েই শ্যুটিং চলছে ‘মেরি পেয়ারি বিন্দু’র ছবির ৷ এই ছবিতে বাঙালি এক মেয়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে ৷ আয়ুষ্মান হচ্ছেন একজন লেখক ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2016 3:46 PM IST