Parineeti Chopra-Raghav Chadha Wedding: বিয়েতে রাঘবকে কী উপহার দিলেন পরিনীতি? সামনে এল 'সিক্রেট'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২৪ সেপ্টেম্বর, রবিবার আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাতপাকে ঘুরেছেন বলি-অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে বসেছিল বিয়ের আসর
মুম্বই: ২৪ সেপ্টেম্বর, রবিবার আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাতপাকে ঘুরেছেন বলি-অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে বসেছিল বিয়ের আসর। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং রাঘব ও পরিণীতির কাছের বন্ধুরা। বলা বাহুল্য, নবদম্পতিকে নানা উপহারে ভরিয়েছেন তাঁরা! কিন্তু নতুন জীবনের শুরুতে স্বামী রাঘবকে কি উপহার দিলেন পরিনীতি?
রাঘবের জন্য পরিনীতির উপহার একেবারেই ‘এক্সক্লুসিভ’, কোনও দোকান থেকে কেনা নয়! ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে রাঘবের জন্য নিজেই একটি গান রেকর্ড করেছেন পরিনীতি। তাঁদের বিয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বেজেছিল ‘ও পিয়া’ গানটি-ই। এই প্রথম নয়, পরিনীতি আগেও গান গেয়েছেন। নিজের ‘মেরি প্যারি বিন্দু’ ছবিতে এক জন উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে গানও গেয়েছিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও গান গেয়ে পোস্ট করেন সুন্দরী।
advertisement
পরিণীতির বিয়ের পোশাক তৈরি করেছিলেন জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। সোনালি-আইভরি রঙের লেহঙ্গা জুড়ে সিরোস্কি স্টোনের কারুকাজ। গলায় হিরে, পান্না এবং অন্যান্য পোলকি পাথরের চওড়া নেকপিস। মাথায় স্টোনের টিকলি। কানে কানপাশা। সোনালি ভেইলের পিছনে দেবনাগরী হরফে লেখা ছিল ‘রাঘব’-এর নাম। রাঘব সেজেছেন পোশাকশিল্পী পবন সচদেবের পোশাকে। সাদা শেরওয়ানি, মাথায় সোনালি পাগড়ি, কাঁধে ওড়না এবং গলায় মোতির মালা।
advertisement
advertisement
গত সপ্তাহের শনিবার থেকেই উদয়পুরের বিলাসবহুল হোটেলে শুরু হয়ে গিয়েছিল গায়েহলুদ, মেহেন্দি থেকে নব্বইয়ের দশকের আদলে সঙ্গীতের অনুষ্ঠান। রবিবার চূড়া ও সেহরাবন্দি সেরিমনির পর সাতপাকে ঘিওরেন পরিনীতি-রাঘব। উদয়পুরে বিয়ে সেরে আপাতত দিল্লিতে শ্বশুরবাড়িতে ফিরেছেন পরিণীতি। খবর, এখন রাঘবের বাংলোতেই থাকবেন পরিনীতি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 5:13 PM IST