Parineeti Chopra-Raghav Chadha Wedding: 'বন্ধ করো এসব!' বরের গালে চুমু খেয়েই কার ওপরে রাগ? পরিণীতির ভাইরাল ভিডিও দেখুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্যাস্টেল সাজে উচ্ছ্বল পরিণীতি। কখনও স্বামীর গালে এঁকে দিচ্ছেন আলতো চুমু। আবার কখনও উপস্থিত অতিথিদের আঙুল উঁচিয়ে বলছেন ‘‘বন্ধ করো এসব’’।
রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বিয়ের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। প্যাস্টেল সাজে উচ্ছ্বল পরিণীতি। কখনও স্বামীর গালে এঁকে দিচ্ছেন আলতো চুমু। আবার কখনও উপস্থিত অতিথিদের আঙুল উঁচিয়ে বলছেন ‘‘বন্ধ করো এসব’’। তবে কি বিয়ের দিন রেগে গেলেন পরিণীতি? বিয়ের পর তাঁর প্রথম লুকও এল প্রকাশ্যে।
রাজস্থানের উদয়পুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন রাঘব-পরিণীতি। বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল। মালাবদলের পরেই বর-বধুর একটি ভাইরাল ভিডিও হয়েছে।
আরও পড়ুন: বোনের বিয়েতে কেন এলেন না দিদি প্রিয়াঙ্কা? মেয়ের অনুপস্থিতির আসল কারণ জানালেন মা মধু চোপড়া
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীর হাত ধরে হাসছেন পরিণীতি। ভিডিওতে দেখা যাচ্ছে পরিণীতি ইশারা করে অতিথিদের মধ্যে কাউকে বলেন ‘বন্ধ করো’, পরে ‘বিহেভ’ বলতেও দেখা যায় বলি নায়িকাকে।
advertisement
advertisement
মজার ছলেই একথা বলেছেন পরিণীতি। তাঁর হাসিই জানান দিচ্ছে একরাশ খুশি। পরে স্বামীর গালে আলতো করে চুমুও খেলেন অভিনেত্রী।
মঙ্গলবার বিয়ের পরও প্রথমবার প্রকাশ্যে এলেন নবদম্পতি। তবে জমকালো কোনও সাজ ছাড়াই, একেবারে সাধারণ পোশাকে স্বামীর সঙ্গে ধরা দিলেন প্রিয়াঙ্কার বোন। গোলাপি ট্যাঙ্ক টপে দেখা দিলেন পরিণীতি। সঙ্গে গায়ে ছিল রং মিলিয়ে এক পঙ্কু এবং নীল ট্রাউসার। সাদা শার্ট এবং কালো প্যান্টে দারুণ দেখাচ্ছিল রাঘবকেও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 2:47 PM IST