Happy Birthday Parambrata: কেক, ফিস ফ্রাই, পায়েস দিয়ে জন্মদিন পালন পরমব্রতর, কারা শুভেচ্ছা জানালেন নায়ককে?

Last Updated:

প্রযোজক রানা সরকার জন্মদিনের পার্টির ছবি দিয়েছেন। 'বার্থ ডে বয়'-এর সঙ্গে সেখানে উপস্থিত শ্রীজাত, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। (Parambrata Chatterjee birthday party)

#কলকতা: ৪২-এ পা দিলেন আজ। টলিউডের 'চার্মিং', 'মোস্ট এলিজিবল ব্যাচেলর', 'কৃষ্ণ', এমনই নাম দেওয়া হয়েছে তাঁকে। বয়স বাড়লেও তাঁর জাদুতে এখনও কাবু কত কত মহিলা ও পুরুষ। সেই পরমব্রত চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ট্যুইটার, ফেসবুক ভরে উঠেছে তাঁকে শুভেচ্ছা জানানোর ঝড়ে। অভিনেতা, প্রযোজক, সঙ্গীতশিল্পী, পরিচালক, একই অঙ্গে তাঁর নানা রূপ। দেখে নেওয়া যাক, টলিউডের কোন কোন তারকা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে পরমব্রত অভিনীত বিভিন্ন ছোট ক্লিপ জোড়া হয়েছে। লেখা হয়েছে, 'তোমার অভিনয়ে তুমি আমাদের মুগ্ধ করেছো বারবার। তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার অভিনয়ের মতোই সুন্দর, যা থেকে যায় মনে। ভালো কাটুক তোমার প্রতিটি দিন। শুভ জন্মদিন।'
advertisement
advertisement
অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তী তাঁর সঙ্গে পরমব্রতর একটি পুরনো ছবি দিয়ে লিখলেন, 'শুভ জন্মদিন ভাই।' ছবিতে দেখা যাচ্ছে, চায়ের দোকানে বসে তাঁরা আড্ডা দিচ্ছেন কাজের ফাঁকে।
প্রযোজক রানা সরকার জন্মদিনের পার্টির ছবি দিয়েছেন। 'বার্থ ডে বয়'-এর সঙ্গে সেখানে উপস্থিত শ্রীজাত, প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গে লিখলেন, 'জন্মদিনের সন্ধ্যা। পায়েস, কেক, ফিস ফ্রাই, ফিস ওরলি, মটন সিঙাড়া, মটন ডেভিল, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এবং আরও অনেক কিছু।'
advertisement
ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে দু'জনের একটি ছবি পোস্ট করে লিখলেন নায়ককে শুভেচ্ছা জানালেন। লিখলেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা পরমব্রত।'
আবীর চট্টোপাধ্যায় লিখলেন, 'শুভ জন্মদিন কমরেড। অনেক ভালবাসা। আরও কাজ করো। কাজের জন্য আরও আরও প্রশংসা কুড়াও।'
advertisement
পাওলি দাম পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে লিখলেন, 'সব থেকে সুন্দর বছর কাটাও পরমব্রত।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Parambrata: কেক, ফিস ফ্রাই, পায়েস দিয়ে জন্মদিন পালন পরমব্রতর, কারা শুভেচ্ছা জানালেন নায়ককে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement