Palak Tiwari : সইফ-পুত্রের সঙ্গে ভিডিও ভাইরাল! ইব্রাহিমের সঙ্গে কি প্রেম? মুখ খুললেন পলক

Last Updated:

Palak Tiwari : পাপারাজ্জিরা দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল মুহূর্তে। খবর ছড়ায়, প্রেম করছেন দুই স্টারকিড।

সইফ-পুত্রের সঙ্গে ভিডিও ভাইরাল! ইব্রাহিমের সঙ্গে কি প্রেম? মুখ খুললেন পলক
সইফ-পুত্রের সঙ্গে ভিডিও ভাইরাল! ইব্রাহিমের সঙ্গে কি প্রেম? মুখ খুললেন পলক
#মুম্বই: বলিউডের ছবিতে খুব শীঘ্রই হাতে খড়ি হবে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির। ইতিমধ্যেই হার্ডি সান্ধুর গান বিজলি-তে নজর কেড়েছেন তিনি। এই মিউজিক ভিডিওর জন্যই বলিউডে পা রাখার আগেই জনপ্রিয়তা পেয়েছেন পলক। শুধু তাই নয়, বলিউডের গুঞ্জনেও সামিল হয়েছেন তিনি।
আর এক স্টারকিড সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে পলক তিওয়ারির। পাপারাজ্জিরা দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল মুহূর্তে। খবর ছড়ায়, প্রেম করছেন দুই স্টারকিড। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন পলক নিজেই।
পলক এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রথমেই জানান, এই গুঞ্জনকে তিনি পাত্তাই দেননি। তিনি বলছেন, "আমরা শুধু একটু বেরিয়েছিলাম। আর তখনই পাপারাজ্জিরা ছবি তোলেন। এখানেই শেষ। এইটুকুই। আসলে আমরা একটি গ্রুপের সঙ্গে ছিলাম। আমরা একা ছিলাম না। কিন্তু ছবি ওভাবেই তোলা হয়েছিল। মানুষ যেটা শুনতে ভালবাসে সেভাবেই তুলে ধরা হয়েছিল। আমরা ভাল বন্ধু। ও (ইব্রাহিম) খুব মিষ্টি ছেলে। মাঝে মধ্যে আমাদের কথা হয়। এইটুকুই।"
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছিল, পাপারাজ্জিদের থেকে মুখ ঢাকছেন পলক। অনেকেই মনে করেছিলেন, মা শ্বেতা তিওয়ারির থেকে লুকোতেই নাকি মুখ ঢাকছিলেন পলক। পলকও জানান, সেদিন শ্বেতাকে মিথ্যে কথা বলেই বেরিয়েছিলেন পলক। বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন তিনি। ট্রাফিকের জন্য দেরি হচ্ছে, শ্বেতাকে এমনও বলেছিলেন পলক। আর তাই এভাবে মুখ লুকিয়েছিলেন।
advertisement
পলক বলছেন, "পাপারাজ্জিদের তোলা ছবিগুলি ছড়িয়ে পড়ল। আর আমি ভাবছিলাম, এবাবা এবার মা হয়তো দেখে ফেলবে। আর তার কিছুক্ষণের মধ্যেই মা আমায় ছবি পাঠিয়ে বলল, 'মিথ্যেবাদী'। আমি সরি বললাম। আমি শ্বেতা তিওয়ারির জন্য মুখ ঢাকছিলাম। অন্য কারও জন্য নয়।"
advertisement
এখনও কোনও সম্পর্কে যাননি। সম্পর্কের স্টেটাস এখনও সিঙ্গল। জানান পলক। পলককে একটি হরর থ্রিলারে দেখা যাবে বিবেক ওবেরয়ের সঙ্গে। ছবির নাম রোজি দ্য স্যাফরন চ্যাপ্টার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Palak Tiwari : সইফ-পুত্রের সঙ্গে ভিডিও ভাইরাল! ইব্রাহিমের সঙ্গে কি প্রেম? মুখ খুললেন পলক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement