পাকিস্তানে যেতে বাধা সলমনের ‘টিউবলাইট’ !

Last Updated:

ইদেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর এই ছবি নিয়ে শোরগোলে মেতে উঠেছে গোটা দেশ ৷

#মুম্বই: ইদেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর এই ছবি নিয়ে শোরগোলে মেতে উঠেছে গোটা দেশ ৷ তার ওপর সম্প্রতি ‘টিউবলাইট’ ছবির প্রচারে এসে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মন্তব্য করে শিব সেনার কু-নজরে পড়েছেন সলমন খান ৷
তবে এবার সলমন নয়, বরং পাকিস্তানে সলমনের ‘টিউবলাইট’ ছবির মুক্তি নিয়ে শুরু হয়েছে জলঘোলা ! খবর অনুযায়ী, পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটাররা কিছুতেই চাইছেন না পাকিস্তানে সলমনের এই ছবিকে মুক্তি দিতে ৷
ইন্ডিয়ান ফিল্ম এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিরাচন্দ দন্দ জানান, ‘পাকিস্তানের লোকাল ডিস্ট্রিবিউটার অগ্রাহ্য করছে সলমনের এই ছবিকে ৷ তাঁরা কিছুতেই চাইছে না টিউবলাইটের মতো বড় মাপের ছবি মুক্তি পাক পাকিস্তানে ৷ এমনকী, পাকিস্তানে সলমন খানের প্রচুর ফ্যান রয়েছে ৷ তা সত্ত্বেও এই ধরণের আচরণ অবাক করার মতো ৷’ তবে ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, বারত-পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং ডিস্ট্রিবিউশনের খরচাই এক্ষেত্রে একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানে যেতে বাধা সলমনের ‘টিউবলাইট’ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement