এ বছর নয়, পরের বছর মু্ক্তি পেতে পারে পদ্মাবতী !

Last Updated:

লাগাতার বিক্ষোভ ৷ একের পর এক প্রতিবাদ ৷ বনশালির পদ্মাবতীকে ঘিরে রীতিমতো উত্তপ্ত দেশের একাংশ ৷

#মুম্বই: লাগাতার বিক্ষোভ ৷ একের পর এক প্রতিবাদ ৷ বনশালির পদ্মাবতীকে ঘিরে রীতিমতো উত্তপ্ত দেশের একাংশ ৷ মধ্যপ্রদেশ, রাজস্থানে মুখ্যমন্ত্রীদের নির্দেশের মুক্তির আগেই নিষিদ্ধ করা হয়েছে পদ্মাবতীকে ৷ করণি সেনার চোখ রাঙানি, ছবির পদ্মাবতী দীপিকা ও সঞ্জয়লীলাকে ঘিরে একের পর এক মন্তব্যে পদ্মাবতীর রিলিজ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ৷ এরই মাঝে রবিবার ছবির প্রযোজক সংস্থা Viacom18 পিছিয়ে দিল এই ছবির মুক্তি ৷ ১ ডিসেম্বর মুক্তির বদলে এখনও ঠিক হয়ে ওঠেনি কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি ৷ এই সময়ই, জানা গেল এ বছরে নাও মুক্তি পেতে পারে বনশালির পদ্মাবতী ৷
এনডিটিভি-র খবর অনুযায়ী, ২০১৮-এর প্রথম দিকে মুক্তি পেতে পারে দীপিকা, শাহিদ, রণবীর সিংয়ের পদ্মাবতী ৷
এর আগে একের পর এক বিতর্ক ৷ একের পর এক প্রতিবাদ ৷ করণি সেনা ও বিজেপির রক্তচক্ষু ৷ শেষমেশ পিছিয়ে গেল সঞ্জয়লীলা বনশালি-র পদ্মাবতীর মুক্তি ৷ ছবির প্রযোজক সংস্থার তরফ থেকেই পিছিয়ে দেওয়া হল ‘পদ্মাবতী’র মুক্তি ৷ ধারণা করা হচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ, হুমকির জেরেই এই ছবির মুক্তি থেকে পিছিয়ে গেল প্রযোজক সংস্থা Viacom18 ৷ সিবিএফসি-র কাছে ছবি মুক্তির জন্য নতুনভাবে আবদেন করা হবে ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে ৷ সঙ্গে প্রযোজক সংস্থা এক বিবৃতি দিয়ে জানাল, কয়েক দিনের মধ্যে ছবি রিলিজের নতুন তারিখ জানানো হবে ৷
advertisement
advertisement
এর আগে পদ্মাবতী নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই সংশাপত্র পাওয়ার আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় নির্মাতাদের কাছে ছবিটি ফেরত পাঠাল সেন্সর বোর্ড।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের এক আধিকারিক জানিয়েছেন, ১৬-ই নভেম্বর সংসাপত্রের আবেদন জানান পদ্মাবতীর নির্মাতারা। সব নথি খতিয়ে দেখার পর তাঁরা জানিয়ে দিয়েছেন, আবেদন অসম্পূর্ণ। তাঁদের ত্রুটি সংশোধন করে ফের আবেদন জানাতে হবে।
advertisement
তারপর সবদিক খতিয়ে দেখে ছবিটি রিভিউ করা হবে। সাধারণ নিয়মে আবেদন করার পর ৬৮ দিনের মধ্যে সার্টিফিকেট দেয় সেন্সর বোর্ড। ফলে পয়লা ডিসেম্বর পদ্মাবতীর রিলিজ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিল। পদ্মাবতীর প্রযোজক সংস্থার সিওও অজিত আন্ধেরে অবশ্য ছবি পিছিয়ে দেওয়ার খবর অস্বীকার করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ বছর নয়, পরের বছর মু্ক্তি পেতে পারে পদ্মাবতী !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement