বক্স অফিসে কেমন ব্যবসা করছে বনশালির ‘পদ্মাবত’ ?

Last Updated:

পদ্মাবত মুক্তি নিয়ে করণি সেনার চোখ রাঙানি, বিরোধ লেগেই ছিল ৷ মুক্তির দিনও দেশের নানা কোণায় জ্বলেছিল, আগুন সিনেমা হলে চলেছিল ভাঙচুরও

#মুম্বই: পদ্মাবত মুক্তি নিয়ে করণি সেনার চোখ রাঙানি, বিরোধ লেগেই ছিল ৷ মুক্তির দিনও দেশের নানা কোণায় জ্বলেছিল, আগুন সিনেমা হলে চলেছিল ভাঙচুরও ৷ তবুও এই ছবি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে ৷ রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই ৷ বক্স অফিসেও দুর্বার গিতে এগিয়ে চলেছে পদ্মাবত ৷ মাত্র চারদিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে সঞ্জয়লীলা বনশালির বহুচর্চিত ছবি পদ্মাবত !
বুধবার, ২৪ জানুয়ারি (পেড প্রিভিউ)- ৫ কোটি
advertisement
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি- ১৯ কোটি
শুক্রবার, ২৬ জানুয়ারি- ৩২ কোটি
শনিবার, ২৭ জানুয়ারি- ২৭ কোটি
রবিবার, ২৮ জানুয়ারি-৩১ কোটি
সোমবার, ২৯ জানুয়ারি - ১৫ কোটি
কথা ছিল ডিসেম্বরেই বক্স অফিসে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালির ছবি ‘পদ্মাবত’ ৷ কিন্তু রাজস্থানের করণি সেনার চোখ রাঙানি, লাগাতার বিক্ষোভ ও সেন্সর বোর্ডের গেঁড়োতে ছবির মুক্তি পিছিয়ে ২৫ জানুয়ারি ৷ তবে পদ্মাবতী থেকে নাম বদলে পদ্মাবতী, সেন্সর বোর্ডের নানা শর্ত ৷ এমনকী, ছবি মুক্তির দিনও দেশের নানা কোণা উত্তপ্ত হয়ে উঠেছিল পদ্মাবতের জেরে ৷ বহু রাজ্যেই হল মালিকেরা সাহস করেননি ছবিটি দেখানোর ৷ ভাঙা হয়েছে প্রচুর সিনেমা হলও ৷
advertisement
তবে এত কিছু সত্ত্বেও বক্স অফিসে তুমুল ঝড় তুলছে দীপিকা, রণবীর ও শাহিদের পদ্মাবত ৷ দর্শকদের সঙ্গে সঙ্গে সমালোচকরাও প্রশংসায় পঞ্চমুখ এই ছবি নিয়ে ৷ অনেকের মতে, এই ছবি রাজপুতদের বীরগাথা, অসম্মান নয় ! আর সেই কথাই যেন ফুটে উঠল বক্স অফিসেও ৷ মাত্র ৪ দিনেই ১০০ কোটির ব্যবসা করে ফেলল বনশালির রূপকথা ‘পদ্মাবত’ ৷
advertisement
অন্যদিকে পদ্মাবত ছবির শেষদৃশ্য নিয়ে মন্তব্য করে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷
শব্দের বাণে বনশালিকে বিঁধলেন বলিউড নায়িকা স্বরা ভাস্কর ! পদ্মাবতীর শেষ দৃশ্যকে কঠোর সমালোচনা করলেন স্বরা ৷ ‘দ্য ওয়্যার’ পোর্টালে লিখলেন বনশালিকে খোলা চিঠি৷
স্বরা ভাস্করের কথায়, ‘পদ্মাবতের শেষ দৃশ্য অর্থাৎ জহরের দৃশ্য দেখে আমি আঁতকে উঠেছি ৷ এখনও সিনেমার পর্দায় কীভাবে মেয়েদেরকে মানুষ নয়, মেয়ে মানুষ হিসেবে গণ্য করা হয় ৷ যে মেয়ে মানুষ শুধুই যোনিযুক্ত ! যার অন্যকোনও অবয়ব থাকতে নেই ৷ আমি জানি আমাদের সংস্কৃতিতে, ইতিহাসে সতীপ্রথা, জহরব্রত ছিল ৷ আর সে দৃশ্যকে বরাবরাই সিনেপরিচালকরা আবেগপূর্ণভাবে দেখাতে পিছপা হতেন না ৷ আরও বেশি দৃষ্টিনন্দন করে তোলেন ৷ আর এ ব্যাপারে তো বনশালি বিশেষ পটু ! ’
advertisement
স্বরা লেখেন, ‘আপনার ছবির শেষটা দেখে খুব অস্বস্তি হচ্ছিল। যেখানে এক জন অন্তঃসত্ত্বা এবং একটি বাচ্চা মেয়ে আগুনে ঝাঁপ দিচ্ছেন। আপনার মনে রাখা উচিত ছিল পাওয়ার অব সিনেমা কী! দর্শককে এই দৃশ্য আবেগতাড়িত করলেও আমার মনে হয়, কোনও ক্রিটিক ছাড়া এমন দৃশ্য দেখানো সেই ঘটনাতে মহত্ব আরোপ ছাড়া আর কিছু নয়। জহর বা সতীর সমর্থন ছাড়া এটা আর কী বা হতে পারে ! সতী-জহরের সমর্থকরা একজন নারীকে মেরে ফেলতে চায় কারণ তাঁর যৌনাঙ্গের পুরুষ মালিকটি আর নেই। দুটো ক্ষেত্রেই চেষ্টা এবং ভাবনাটা হল, মেয়েদের শুধু যৌনাঙ্গে অস্তিত্বেই আটকে রাখা ৷’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বক্স অফিসে কেমন ব্যবসা করছে বনশালির ‘পদ্মাবত’ ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement