প্যাডম্যানের বাজিমাত, প্রথমদিনে ব্যবসা ১০ কোটি ২৬ লাখ টাকা
Last Updated:
বাজিমাত প্যাডম্যানের। প্রথম দিনে অক্ষয় কুমারের ছবি ব্যবসা করল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা।
#মুম্বই: বাজিমাত প্যাডম্যানের। প্রথম দিনে অক্ষয় কুমারের ছবি ব্যবসা করল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা। অক্ষয়ের অভিনয় উপভোগ করেছেন দর্শক। তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানানথামের জীবনী নিয়ে ছবিটি পরিচালনা করেছে আর বালকি।
সঞ্জয় লীলা বনশালীর অনুরোধে ছবি মুক্তি পিছিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। তখন থেকেই দর্শকরা প্রতিক্ষায় ছিল কবে আসতে চলেছে প্যা়ডম্যান। অবশেষে শুক্রবার মুক্তি পেল অক্ষয় কুমারের ছবি। প্রথম দিনেই ছবি দেখে মুগ্ধ দর্শক। ঝুলিতে এল দশ কোটি ছাব্বিশ লাখ টাকা। আগামী দিনে এই ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন পরিচালক R বালকি।
advertisement
তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানানথামের জীবন নিয়েই তৈরি হয়েছে প্যা়ডম্যান। যিনি স্বল্প মূল্যে প্রত্যন্ত গ্রামের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতেন। ছবিতে চরিত্রটি করেছেন অক্ষয় কুমার। এ ছাড়াও আছেন রাধিকা আপ্তে ও সোনম কপুর। ছবি প্রথমদিনের সাফল্য প্রমাণ, আরও একটা হিট পেতে চলেছেন খিলা়ড়ি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2018 2:56 PM IST