রাধিকাকে এই ভাবেই পটালেন অক্ষয় !
Last Updated:
অক্ষয় মানেই কিছুটা হটকে ৷ অক্ষয় মানেই বক্স অফিসে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরনো৷ তাই তো বলিউডের খানজাদারা একদিকে, আর অন্যদিকে অক্ষয় ৷
#মুম্বই: অক্ষয় মানেই কিছুটা হটকে ৷ অক্ষয় মানেই বক্স অফিসে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরনো৷ তাই তো বলিউডের খানজাদারা একদিকে, আর অন্যদিকে অক্ষয় ৷ অক্ষয়ের ঝুলিতে একের পর এক হিট৷ প্রচুর ফ্যান ফলোয়িং৷ কারণ অক্ষয় জানেন সাফল্যের গোপনমন্ত্র৷ তাই এবার প্যাডম্যান হয়ে হাজির অক্ষয় কুমার ৷ ছবির প্রযোজক অক্ষয়ের স্ত্রী ট্যুইঙ্কল খান্না ৷ ছবির নাম ‘প্যাডম্যান’৷ সম্প্রতি মুক্তি পেল ছবির গান ‘আজ সে তেরি’ !
গত বছরে অক্ষয় হিট দিয়েছেন একের পর এক ছবি ৷ বক্স অফিসে সাড়া ফেলেছিল অক্ষয়ের এয়ারলিফট ৷ তবে নতুন বছরে একেবারে অন্য রূপে আসতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2017 3:44 PM IST