Vivek Agnihotri: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাতিল বিবেক অগ্নিহোত্রীর অনুষ্ঠান, হিন্দু বিদ্বেষের অভিযোগ পরিচালকের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Vivek Agnihotri: তাই আমাকে সমর্থন করুন। আমি এদের বিরুদ্ধে মামলা করব। আমার যা ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ চাইব। আমার পাশে থাকুন। জয় হিন্দ, বললেন বিবেক।
#নয়াদিল্লি: বিস্ফোরক ট্যুইট চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। বিশ্বের শ্রেষ্টতম দুই বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন বিবেক। তিনি বললেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদরত কিছু পড়ুয়ার জন্য তাঁকে ভিডিও রেকর্ডিং করতে বাধা দেওয়া হয়েছিল আর অক্সফোর্ডে বাতিল করা হয়েছে তাঁর অনুষ্ঠান। তাই নিয়েই প্রতিবাদে সরব বিবেক একটি ভিডিও পোস্ট করলেন ট্যুইটারে। অক্সফোর্ডের বিরুদ্ধে মামলা করার কথা বললেন, পাশাপাশি বললেন, দেশের মানুষকে তাঁর পাশে থাকতে।
সোয়া দু'মিনিটের ভিডিওয় কী বলেছেন বিবেক! বলেছেন, আপনারা যানে, আমি ইউরোপে মানবতা সফরে আছি। কারণ, ইউরোপের অনেক সম্মাননীয় প্রতিষ্ঠান আমাকে ডেকেছে, যেমন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সংসদ, জার্মানি ও নেদারল্যান্ডস। কিন্তু কাল এক অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছি, তখন শেষ মুহূর্তে বলা হয়েছে, আমি অনুষ্ঠানের ভিডিও রেকর্ড করতে পারব না, এটি তো ১০০ শতাংশ বাকস্বাধীনতা হরণ করা। কারণ, কিছু পাকিস্তানি ও মুসলিম পড়ুয়ারা প্রতিবাদ করেছে, এরা প্রত্যেকে ফ্যাসিস্ত। তাঁরা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আমি নরেন্দ্র মোদিকে সমর্থন করি বলেই তাঁরা প্রতিবাদ করেছে। এই বিশ্ববিদ্যালয়টি সেই বিশ্ববিদ্যালয় যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর ১০০ তম জন্মবার্ষিকীতে অস্বীকার করা হয়েছে, ফ্যাসিস্ত বলা হয়েছে।
advertisement
advertisement
IMPORTANT: Yet another Hindu voice is curbed at HINDUPHOBIC @OxfordUnion.
They have cancelled me. In reality, they cancelled Hindu Genocide & Hindu students who are a minority at Oxford Univ. The president elect is a Paksitani. Pl share & support me in this most difficult fight. pic.twitter.com/4mGqwjNmoB — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 31, 2022
advertisement
এর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের আহ্ববানে আমার সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে সেটি বাতিল করা হয়। তাঁরা বলে, আজ ডবল বুকিং হয়ে গিয়েছে, সেই কারণে অনুষ্ঠান পিছিয়ে ১ জুলাই করতে হয়েছে। কিন্তু ১ জুলাই কোনও ছাত্র থাকবে না। আসলে ওরা নরেন্দ্র মোদির বিরোধিতা করে এসব করছে। আমাদের ইসলামোফোবিক বলছে। কাশ্মীরে যদি হাজার হাজার কাশ্মিরী পণ্ডিতদের হত্যার ঘণ্টা হিন্দুফোবিয়া না হয়, তা হলে এটাও তো ইসলামোফোবিয়া নয়। ওঁরা, আমাকে নয়, হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদের বাতিল করছে।
advertisement
তাই আমাকে সমর্থন করুন। আমি এদের বিরুদ্ধে মামলা করব। আমার যা ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ চাইব। আমার পাশে থাকুন। জয় হিন্দ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 6:33 PM IST