Oscars 2025: মুকুটে জুড়ল নয়া পালক, প্রথম অস্কার জিতে কান্নায় ভেঙে পড়লেন জো সালদানা

Last Updated:

Oscars 2025: ২ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৭-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর৷ বছরের পর বছর ধরে বিভিন্ন ধারার শক্তিশালী অভিনয় পরিবেশনের পর শেষ পর্যন্ত প্রথম অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে জো সালদানা৷

News18
News18
লস অ্যা‍ঞ্জেলস: সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের মধ্যে অন্যতম হল এই অস্কার৷ ২ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৭-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর৷। বিনোদনের সেরার সেরাদের বেছে নেওয়া হয় সেই মঞ্চে। এই প্রথমবার অস্কারের মঞ্চে হোস্ট হিসেবে থাকবেন কোনান ও ব্রায়েন।
বছরের পর বছর ধরে বিভিন্ন ধারার শক্তিশালী অভিনয় পরিবেশনের পর শেষ পর্যন্ত প্রথম অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে জো সালদানা৷ এমিলিয়া পেরেজ ছবিতে তাঁর ভূমিকার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে অভিনেত্রী। সালদানার তাঁর অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে। জীবনের সবচেয় বড় পুরস্কার অস্কার গ্রহণ করার জন্য মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন জো।
advertisement
“মামি! মামি!” কান্না ভেজা গলায় সালদানা বললেন। ‘আমার মা এখানে আছেন। আমার পুরো পরিবার এখানে। এই সম্মানে আমি অভিভূত। রিতার মতো একজন নারীর নীরব বীরত্ব এবং শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং শক্তিশালী নারীদের সম্পর্কে কথা বলার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ। আমার সহকর্মী মনোনীতরা, আপনারা আমাকে যে ভালবাসা এবং সম্প্রদায় দিয়েছেন তা সত্যিকারের উপহার, এবং আমি তা ভবিষ্যতেও পরিশোধ করব।’
advertisement
advertisement
উষ্ণতা এবং প্রশংসায় ভরা এক মুহূর্তে সালদানাকে গত বছরের সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার বিজয়ী দা’ভাইন জয় র‍্যান্ডলফ পুরস্কারটি প্রদান করেন। সালদানার অস্কার জয় ছিল অবিশ্বাস্য। এই বছরের শুরুতে, তিনি জানুয়ারিতে প্রথম গোল্ডেন গ্লোব জিতেছিলেন, তারপরে BAFTA, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস এবং SAG অ্যাওয়ার্ডসে বড় জয়লাভ করেছিলেন – এটিকে একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে একটি সু-অর্জিত এবং অবিস্মরণীয় যাত্রা করে তুলেছিল।
advertisement
জো বলেন, ‘আমার দাদী ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি অভিবাসী বাবা-মায়ের একজন গর্বিত সন্তান। স্বপ্ন, মর্যাদা এবং কঠোর পরিশ্রমী হাত নিয়ে। “এবং আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান অ্যাকাডেমি পুরস্কার গ্রহণ করলাম। এবং আমি জানি আমিই শেষ হব না।’
advertisement
সালদানা, যাকে ব্যাপকভাবে অগ্রণী হিসেবে বিবেচনা করা হয়, তিনি এই বিভাগে প্রথমবারের মতো অস্কার মনোনীতদের একটি দলের অংশ ছিলেন, যার মধ্যে ছিলেন মনিকা বারবারো (এ কমপ্লিট আননোন), আরিয়ানা গ্র্যান্ডে (উইকড), এবং ইসাবেলা রোসেলিনি (কনক্লেভ)। লাইনআপে একমাত্র অতীত মনোনীত ছিলেন ফেলিসিটি জোন্স, যিনি এর আগে ২০১৫ সালে দ্য থিওরি অফ এভরিথিং-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন এবং এ বছর দ্য ব্রুটালিস্ট-এর জন্য ফিরে এসেছেন। স্প্যানিশ ভাষায় গান গাইতে এবং কথা বলতে পারার সুযোগ পাওয়ায় আমি যে পুরস্কার পাচ্ছি, তাতে আমার দাদী যদি এখানে থাকতেন, তাহলে তিনি খুব খুশি হতেন,” সালদানা উল্লেখ করেন।
advertisement
আমি কোথা থেকে এসেছি তা নিয়ে কখনও প্রশ্ন করা হয়নি বা আমি কীভাবে কথা বলি বা আমার সর্বনাম কী তা দিয়ে আমাকে বিচার করা হয়নি। আমি বিশ্বাস করি যে প্রত্যেকেরই নিজের পরিচয় দেওয়ার অধিকার আছে এবং ‘এমিলিয়া পেরেজ’ সত্য সম্পর্কে এবং প্রেম সম্পর্কে,” স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার গ্রহণ করার সময় তিনি বলেছিলেন। “আমি মনে করি অভিনেতা হিসেবে, এখন আমাদের আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং চিন্তাভাবনামূলক গল্প বলতে হবে এবং শৈল্পিক স্বাধীনতার পরিধির মধ্যে থাকতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2025: মুকুটে জুড়ল নয়া পালক, প্রথম অস্কার জিতে কান্নায় ভেঙে পড়লেন জো সালদানা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement