Oscars 2024: নেই ‘জওয়ান’! অস্কারদৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, রকি অউর রানি! কে পেবে সেরার শিরোপা?

Last Updated:

Oscars 2024: সাম্প্রতিক রিপোর্টে অনুসারে, ‘বালাগাম’, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কেরালা স্টোরি’, কপিল শর্মার ‘জুইগাতো’ এবং করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানির’ মতো চলচ্চিত্রগুলি রয়েছে সেই লিস্টে।

নেই ‘জওয়ান’! অস্কারদৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, রকি অউর রানি!
নেই ‘জওয়ান’! অস্কারদৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, রকি অউর রানি!
কলকাতাঃ ২০২৪ সালের, অস্কারে অফিসিয়াল এন্ট্রির কাজ শুরু করে দিয়েছে ভারত। সাম্প্রতিক রিপোর্টে অনুসারে, ‘বালাগাম’, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কেরালা স্টোরি’, কপিল শর্মার ‘জুইগাতো’ এবং করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানির’ মতো চলচ্চিত্রগুলি রয়েছে সেই লিস্টে।
সম্প্রতি, সংবাদমাধ‍্যমের প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্র নির্মাতা গিরিশ কাসারভাল্লির নেতৃত্বে একটি ১৭ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে, সকলে মিলে চেন্নাইতে স্ক্রিনিংয়ের মাধ্যমে চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া চালাচ্ছে। জানা গেছে, এই কমিটির কাছে সারা ভারত থেকে ২২ বেশি সিনেমার নাম জমা পড়েছে।
advertisement
advertisement
প্রতিবেদন অনুসারে খবর, অস্কার নির্বাচনের জন্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে পাঠানো চলচ্চিত্রের মধ্যে রয়েছে অনন্ত মহাদেবনের ‘দ্য স্টোরিটেলার’ (হিন্দি), ‘মিউজিক স্কুল’ (হিন্দি), ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ (হিন্দি), ‘12th ফেল’ (হিন্দি), ‘বিদুথালাই পার্ট ১’ (তামিল), ‘ঘুমার’ (হিন্দি), এবং ‘দশরা’ (তেলেগু),”
সূত্রের খবর, তালিকায় ‘ভালভি’ (মারাঠি), ‘গদর ২’ (হিন্দি), ‘আব তো সব ভগবান ভরোসে’ (হিন্দি), এবং ‘বাপ লিওক’ (মারাঠি)-এর মত ছবিও থাকতে পারে। এইসব ছবির আবেদন পেয়েছে ফেডারেশন কিন্তু ফি-এর জন্য অপেক্ষা করছে তারা।
advertisement
ভারতের কোন কোন সিনেমা অস্কার ২০২৪ যাবে তা আনুষ্ঠানিকভাবে এই মাসের শেষের দিকে ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, গতকাল থেকে স্ক্রিনিং শুরু হয়েছে, এবং এক সপ্তাহ সময় লাগবে কারণ প্রচুর চলচ্চিত্র দেখে একটি সিদ্ধান্তে আসতে হবে সদস‍্যদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2024: নেই ‘জওয়ান’! অস্কারদৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’, রকি অউর রানি! কে পেবে সেরার শিরোপা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement