Oscars 2024 : অস্কারের মঞ্চে জয়জয়কার ‘ওপেনহাইমার’-এর! সেরা পরিচালক-সহ ৭ বিভাগে জয়ী এই মাইলফলক চলচ্চিত্র
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Oscars 2024 Updates: অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ওপেনহেইমার মোট ১৩টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরষ্কার।
অস্কার: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্খিত পুরষ্কার অস্কার। ৯৬ তম অস্কারের মঞ্চে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী-সহ বিনোদন জগতের নানা ক্ষেত্রের বিজয়ীদের নাম। অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ‘ওপেনহেইমার’ মোট ১৩ টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরষ্কার।
ক্রিস্টোফার নোলান একের পর এক অনবদ্য ছবি উপহার দিয়ে গিয়েছেন বছরের পর বছর৷ দ্য ডার্ক নাইট, ইন্টারস্টেলার, ইনসেপশন, টেনেট-এর মতো সিনেমা৷ কিন্তু, ধরা দেয়নি অস্কার৷ অবশেষে, ২২ বছরের সেই অপেক্ষার ইতি৷ ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’৷
পাশাপাশি ‘ওপেনহাইমার’-এ আমেরিকান অফিসার লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয়ের জন্য রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিলেন অস্কার। তিনি অ্যাকাডেমি পুরস্কারের জন্য তিনবার মনোনীত হয়েছেন। এবার সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার পেলেন তিনি। রবার্ট ডাউনি জুনিয়র, সারা বিশ্বের কাছে ‘আয়রন ম্যান’ নামে সবচেয়ে বেশি জনপ্রিয়। এটাই তাঁর প্রথম অস্কার প্রাপ্তি। ছাড়াও সেরা পরিচালক, সেরা ছবি, সেরা অভিনেতার-সহ ৭টি পুরষ্কার এই ছবির ঝুলিতে।
advertisement
advertisement
এমা স্টোন অভিনীত ‘পুওর থিংস’ ১১ টি বিভাগে এবং পরিচালক মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার’ মোট ১০ টি মনোনয়ন নিয়ে ওপেনহাইমারের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এবার দ্বিতীয়বারের জন্য এমা স্টোন ‘পুওর থিংস’-এর জন্য সেরা অভিনেত্রী পুরষ্কার পেয়েছে। ‘ওপেনহাইমার’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পাওয়া ছবি ‘বার্বি’ এই দৌড়ে একটু পিছিয়ে। এই সিনেমাটি মোট ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৯৬ তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষণা করা হচ্ছে।
advertisement
দেখে নিন সম্পূর্ণ তালিকা:
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’
সেরা ছবি: ‘ওপেনহাইমার’
সেরা অভিনেতা: ‘ওপেনহাইমার’-এর জন্য সিলিয়ান মারফি
সেরা অভিনেত্রী: এমা স্টোন
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা পার্শ্ব অভিনেত্রী: দা-ওয়াইন, জয় র্যান্ডলফ, দ্য হোল্ডওয়েজ সেরা
সেরা মৌলিক গান: ‘বার্বি’
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: লুডভিগ গোরানসন, ‘ওপেনহাইমার’
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: ‘দ্য লাস্ট রিপেয়ার শপ’
advertisement
বেস্ট ফিল্ম এডিটিং: ‘ওপেনহেইমার’
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্ট: ‘গডজিলা মাইনাস ওয়ান’
সেরা সিনেমাটোগ্রাফি: ‘ওপেনহাইমার’-এর হয়তে ভ্যান হয়তেমা
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’, জোনাথন গ্লেজার পরিচালিত
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: ওয়েস অ্যান্ডারসন এবং স্টিভেন রেলস, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: টোয়েন্টি ডেস ইন মারিওপোল
advertisement
বেস্ট কস্টিউম ডিজাইন: হলি ওয়াডিংটন, পুওর থিংস
বেস্ট প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস-এর জন্য জেমস প্রাইস এবং শোনা হিথ সুজা মিহালেক
বেস্ট মেকআপ এবং হেয়ারস্টাইল: ‘পুওর থিংস’-এর জন্য নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার এবং জোশ ভাস্টেন
সেরা অভিযোজিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন, কর্ড জেফারসন
সেরা মৌলিক চিত্রনাট্য: এনিমি অফ এ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হিরো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 9:35 AM IST