রাত পোহালেই অস্কার !
Last Updated:
ক্যালিফোর্নিয়া সরগরম ৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই হলিউডের ডলবি থিয়েটারের দিকে গোটা দুনিয়ার নজর ৷ কার হতে উঠবে সেরা অভিনেতার অ্যাকাডেমি পুরস্কার ? লিও নার্দো ডি ক্যাপরিও নাকি এডি রেডমেনে ? কোন ছবি হবে সেরা ছবি ? রিভিন্যান্ট নাকি দ্য ড্যানিস গার্ল ! জল্পনা-কল্পনা তো চলছেই ৷ ভারতীয় টেলিভিশনে টেলিকাস্ট হবে সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৷ তার আগে দেখে নিন, অ্যাকাডেমি পুরস্কারে সেরা তালিকা ৷ মেপে নিন লড়াই ৷
#কলকাতা: ক্যালিফোর্নিয়া সরগরম ৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই হলিউডের ডলবি থিয়েটারের দিকে গোটা দুনিয়ার নজর ৷ কার হতে উঠবে সেরা অভিনেতার অ্যাকাডেমি পুরস্কার ? লিও নার্দো ডি ক্যাপরিও নাকি এডি রেডমেনে ? কোন ছবি হবে সেরা ছবি ? রিভিন্যান্ট নাকি দ্য ড্যানিস গার্ল ! জল্পনা-কল্পনা তো চলছেই ৷ ভারতীয় টেলিভিশনে টেলিকাস্ট হবে সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৷ তার আগে দেখে নিন, অ্যাকাডেমি পুরস্কারে সেরা তালিকা ৷ মেপে নিন লড়াই ৷
সেরা ছবি
দ্য বিগ শর্ট
advertisement
ব্রিজ অফ স্পাইস
ব্রুকলিন
ম্যাড ম্যাক্স ফিউরি রোড
দ্য মার্সিয়ান
দ্য রিভিন্যান্ট
রুম
স্পটলাইট
সেরা অভিনেতা
ব্রায়ান ক্র্যাটন, ট্রামম্বো
ম্যাট ডেমন, দ্য মার্সিয়ান
লিও নার্দো ডি ক্যাপরিও, দ্য রিভিন্যান্ট
মাইকেল ফ্যাসবিন্দের, স্টিভ জোবস
এডি রেডমেনে, দ্য ড্যানিস গার্ল
সেরা অভনেত্রী
advertisement
কেট ব্লানচেট, ক্যারোল
ব্রি লারসন, রুম
জেনিফার লরেন্স, জয়
সারলট রামপ্লিং, ৪৫ ইয়ারস
সেরা সহ অভিনেতা
ক্রিশ্চিয়ান বেল, দ্য বিগ শর্ট
টম হার্ডি, দ্য রিভিন্যান্ট
মার্ক রাফালো, স্পটলাইট
মার্ক রাইল্যান্স, ব্রিজ অফ স্পাইস
সিলভাস্টার স্ট্যালোন, ক্রিড
সেরা সহ-অভিনেত্রী
জেনিফার জ্যাসন লেই, দ্য হেটফুল এইট
রুনি মারা, ক্যারোল
advertisement
রাচেল ম্যাকঅ্যাডমস, স্পটলাইট
এলিসিয়া বিকান্দর, দ্য ড্যানিস গার্ল
কেট উইনস্লেট, স্টিভ জোবস
সেরা পরিচালক
অ্যাডাম ম্যাক কে, দ্য বিগ শর্ট
জর্জ মিলার, ম্যাড ম্যাক্স, দ্য ফিউরি রোড
আলজান্দ্রো গোনজালেজ, দ্য রিভিন্যান্ট
টমি উইসেও, রুম
টম ম্যাককার্থি, স্পটলাইট
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2016 5:13 PM IST