Oscar Award 2022: আনন্দে লাফিয়ে উঠলেন দুই পরিচালক...! অস্কার দৌড়ে এবার বাঙালির ‘রাইটিং উইথ ফায়ার’!

Last Updated:

Oscar Award 2022: মঙ্গলবার অস্কারের (Oscar Nominations 2022) জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই গত বছরের সেরা ডকু ফিচার বিভাগে জায়গা করে নিল দিল্লি পরিচালক রিন্টু থমাস এবং বাঙালি সুস্তিম ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।

অস্কার ২০২২ : রাইটিং উইথ ফায়ার
অস্কার ২০২২ : রাইটিং উইথ ফায়ার
#নয়াদিল্লি : মঙ্গলবার অস্কারের (Oscar Nominations 2022) জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই গত বছরের সেরা ডকু ফিচার বিভাগে (Oscar Awards 2022) জায়গা করে নিল দিল্লি পরিচালক রিন্টু থমাস এবং বাঙালি সুস্তিম ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। গত বছর জানুয়ারিতে সানডান্স চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যান্ড অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ছবিটি। তারপর থেকেই ডকু ফিচারটি উঠে আসে চর্চায়। তারপর একের পর এক মঞ্চে প্রশংসিত হয়েছে এই ছবি। এখনও পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’ (Writing With Fire)।
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের  (Oscar Awards 2022)  মনোনয়ন ঘোষণা করা হল ৮ ফেব্রুয়ারি। আর তাতেই এল ভারতের জন্য সুসংবাদ। রাইটিং উইথ ফায়ার, রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত ছবি এবার সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন জিতে নিয়েছে। ফিল্মটি অ্যাসেনশন, অ্যাটিকা, ফ্লাই এবং সামার অফ সোল বিভাগে জায়গা করে নিয়েছে।
advertisement
advertisement
রিন্টু টমাস ট্যুইটারে মনোনয়ন ঘোষণার পর মুহূর্তে তাঁর এবং সুস্মিতের প্রতিক্রিয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কী ভাবে ছবির নাম ঘোষণার মুহূর্তে আনন্দে লাফিয়ে উঠছেন তাঁরা। ৩০ সেকেন্ডের ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে রিন্টু লেখেন, “ওহ মাই গড!!!! রাইটিং উইথ ফায়ার @TheAcademyAward-এর জন্য মনোনীত হয়েছে। হে ভগবান!!!!!!!!"
advertisement
ইতিমধ্যেই বিশ্বের চলচ্চিত্র জগতে বেশ চর্চায় এই ছবি। ওয়াশিংটন পোস্ট প্রশংসা করে লিখেছিল, সাংবাদিকতা নিয়ে কার্যত সর্বকালের সেরা ছবি এটি। সহ-পরিচালক সুস্মিত ঘোষ বলেছিলেন, “পরিচালক হিসেবে আমি আর রিন্টু সবসময় সদর্থক ছবি বানাতে ভালবাসি। সেখান থেকেই জন্ম নেয় ‘রাইটিং উইথ ফায়ার’। যার সফর এখনও পর্যন্ত বেশ সুন্দর।” ২০০২ সাল থেকে কীভাবে এক দলিত মহিলা একটি সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, এই ডকু ফিচারে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।"
advertisement
প্রসঙ্গত, এবারও ভারতীয় ফিচার ছবির কপালে জুটল না অস্কার  (Oscar Awards 2022) । আশা জাগিয়েও অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারল না দক্ষিণী ছবি ‘জয় ভীম’ (Jai Bhim)। মঙ্গলবার সকাল থেকে অস্কার সঞ্চালক জ্যাকলিনের এক ট্যুইটে ‘জয় ভীমে’র অস্কারের মনোনয়নের খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সঞ্চালক জ্যাকলিন একটি ট্যুইটে জানিয়েছিলেন, সেরা ছবির তালিকায় নাকি ‘জয় ভীম’ থাকবেই। তবে জ্যাকলিনের দাবি যে একেবারেই ভ্রান্ত তা প্রমাণ হল অস্কারের মনোনয়ন তালিকাই। কোনও বিভাগেই জায়গা করে নিতে পারল না ভারতের ‘জয় ভীম’। সেখান থেকেই নতুন আগুনে ভোর করে এগোচ্ছে ‘রাইটিং উইথ ফায়ার’।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscar Award 2022: আনন্দে লাফিয়ে উঠলেন দুই পরিচালক...! অস্কার দৌড়ে এবার বাঙালির ‘রাইটিং উইথ ফায়ার’!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement