Onir: চার শহরের গল্প নিয়ে ‘I Am'-এর পরবর্তী অংশ ‘We Are', চমক কেন্দ্রীয় চরিত্রে

Last Updated:

আপকামিং এই সিকোয়েলটিতে বিভিন্ন শহর থেকে চারটি গল্পকে ক্যামেরাবন্দি করা হবে।

#মুম্বই: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওনির (Onir) তাঁর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা আই অ্যাম (I Am)-এর সিকোয়েল তৈরি করতে চলেছেন। আর এর জন্য সেক্রেড গেমস (Sacred Games) খ্যাত কুবরা সেইতকে (Kubra Sait) বেছে নিয়েছেন। সিনেমার নাম হতে চলেছে 'উই আর’ (We Are)। ছবিটিতে বিভিন্ন শহর থেকে চারটি গল্পকে ক্যামেরাবন্দি করা হবে। ওনির জানিয়েছেন, "আমি প্রকল্পের স্ক্রিপ্ট শেষ করেছি, এবং কাস্টিং প্রক্রিয়া শুরু করেছি। কুবরাকে অভিনেতা নিমিশা সাজায়নের বিপরীতে দেখা যাবে।"
কুবরার চরিত্র প্রসঙ্গে পরিচালক বলেন, "আমি চরিত্রটি নিয়ে এখনই খুব বেশি বিশদে কিছু বলব না। তবে আমার কাছে এটা খুব বিশেষ চরিত্র। কুবরা এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করছে যে দীর্ঘ দিন বন্দি ছিল, হঠাৎ সে সকলের সামনে আসে। এর পরে তাঁর সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসে, সেটাই হল মূল গল্প।"
advertisement
সমালোচকদের দ্বারা প্রশংসিত ওনিরের ‘আই অ্যাম’ ছবির নেপথ্যে থিম ছিল ভয়, সাসপেন্স। সেখানেও চারটি গল্প বর্ণনা করেছেন পরিচালক। মুখ্য চরিত্রে ছিলেন জুহি চাওলা (Juhi Chawla), রাহুল বসু (Rahul Bose), নন্দিতা দাস (Nandita Das), সঞ্জয় সুরি (Sanjay Suri), মণীষা কৈরালা (Manisha Koirala) এবং রাধিকা আপ্তের (Radhika Apte) মতো অভিনেতারা।
advertisement
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, সিকোয়েলের জন্য মূল থিম থেকে তিনি সরছেন না। সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে পরিচালক বলেন, "এই গল্পও চারটি শহরকে কেন্দ্র করে হবে। এবারে কাশ্মীর, কলকাতা, মুম্বই এবং বেঙ্গালুরু শহর বাছা হয়েছে। কাশ্মীর বিভাগটি গুরেজে শ্যুট করা হবে।
advertisement
এছাড়াও, এবার আমি আঞ্চলিক তৃতীয় লিঙ্গের মহিলা এবং স্থানীয় শিল্পী ব্যবহার করছি। যার ফলে এই সিনেমাটি কেবল বলিউডের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি ভারতীয় সিনেমা হিসেবে পেশ করতে পারি। আসলে সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারার পক্ষে রায় দিলেও সরকার কিন্তু এর বিরোধিতা করছে। ফলে এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে সমকামীদের জীবনকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলা।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Onir: চার শহরের গল্প নিয়ে ‘I Am'-এর পরবর্তী অংশ ‘We Are', চমক কেন্দ্রীয় চরিত্রে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement