পদ্মাবত বিরোধ, সুপ্রিম কোর্টে ৪ রাজ্যের নামে আদালত অবমাননার মামলা

Last Updated:

বিতর্ক থেকে আক্রমণ, মামলা। পদ্মবতি থেকে পদ্মাবত নাম পরিবর্তন। সব পেরিয়ে অবশেষে দিনের আলো দেখলো পদ্মাবত।

#নয়াদিল্লি: বিতর্ক থেকে আক্রমণ, মামলা। পদ্মবতি থেকে পদ্মাবত নাম পরিবর্তন। সব পেরিয়ে অবশেষে দিনের আলো দেখলো পদ্মাবত। পদ্মাবতের মুক্তি ঘিরে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন কোণায় বিরোধ, বিক্ষোভে মেতেছে করণি সেনারা৷ আমেদাবাদ, মীরটের রাস্তায় চলছে ছবি মুক্তির প্রতিবাদে জ্বলছে আগুন ৷ অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন ৷
গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশে একাধিক জায়গায় ভাঙচুর, আগুন, অবরোধে ত্রস্ত শহরাঞ্চল। পরিস্থিতি সামলাতে পুলিশি কড়াকড়ি বাড়লেও আতঙ্কে বহু সিনেমাহল মালিকই ছবি দেখাতে রাজি নন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই করণী সেনার হুমকি যে কোনও মূল্যে ছবি মুক্তি ঠেকাবেই তারা। ৪ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ৷ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া ৷ এই ৪ রাজ্য কর্তব্যপালনে ব্যর্থ বলে আবেদনে দাবি ৷ আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে অভিযোগ ৷
advertisement
সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবি নিয়ে বিরোধ চলছেই ৷ বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে করণি সেনারা লাগাতার বিক্ষোভে নেমেছেন ৷ বুধবার ছবি মুক্তি পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন কোণায় চলছে প্রতিবাদ বিক্ষোভ ৷ বিক্ষোভ চলছে মীরটে ৷ ভাঙা হয়েছে মীরটের পিভিএস শপিং মলের একাংশও ৷ অন্যদিকে বিক্ষোভের কারণে ফরিদাবাদে প্রায় ২৪ জন করণি সেনাকে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
advertisement
পদ্মাবত মুক্তির আগেই ব্যাপক উত্তেজনা ৷ গুজরাতে ও রাজস্থানে সারারাত ধরে চলল পদ্মাবত বিরোধীদের তাণ্ডব ৷ শীর্ষ আদালতের সুপ্রিম অনুমতি CBFC-এর ছাড়পত্র পেলেও সঞ্জয়লীলা বনশালীর তৈরি এই সিনেমার প্রদর্শন নিয়ে এখনও ক্ষুব্ধ কর্ণী সেনা ৷
পদ্মাবতের মুক্তির প্রতিবাদে আহমেদাবাদে প্রায় ২০০টি গাড়ি ও আটটি দোকানে মঙ্গলবার গভীর রাতে তাণ্ডব চালায় রাজপুতরা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় ৫০টিরও বেশি গাড়ি, বাইকে ৷ এছাড়া পাঁচটি মাল্টিপ্লেক্সে যেখানে দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা সেখানেও অস্ত্র নিয়ে তাণ্ডব চালায় পদ্মাবত বিরোধীরা ৷
advertisement
আহমেদাবাদে পুড়িয়ে দেওয়া হয়েছে বাইক ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর পদ্মাবতের মুক্তিতে সম্মত হয় রাজ্য সরকার। কিন্তু এরপরই শুরু হয় উত্তেজনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে দু’রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজ খতি্য়ে দেখে অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চলছে ৷
advertisement
গুজরাতের মতো পদ্মাবতের মুক্তি নিয়ে উত্তেজনা রয়েছে রাজস্থানেও ৷ পদ্মাবত সিনেমার উপর কোনও নিষেধাজ্ঞা চলবে না এবং সঞ্জয় লীলা বনশালি নির্দেশিত এই ছবিটি সব রাজ্যেই মুক্তি পাবে বলে আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পদ্মাবত বিরোধ, সুপ্রিম কোর্টে ৪ রাজ্যের নামে আদালত অবমাননার মামলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement