Nishachar : থ্রিলার ও প্রেমের মলাটে ওয়েবসিরিজের জগতে পা রাখছেন ওম
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
ওয়েবসিরিজের জগতে পা রাখতে চলেছেন রঙ্গবতী খ্যাত ওম সহানী। থ্রিলার ও প্রেমের মলাটে মোড়া সিরিজ 'নিশাচর'(Nishachar)
কলকাতা : ওয়েবসিরিজের জগতে পা রাখতে চলেছেন রঙ্গবতী খ্যাত ওম সহানী। থ্রিলার ও প্রেমের মলাটে মোড়া সিরিজ 'নিশাচর'। মুখ্য ভূমিকায় অভিনেতা ওম ৷ চরিত্রের নাম অংশুমান। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে নায়ককে। ওম-এর বিপরীতে অভিনয় করছেন টেলি জগতের সফল অভিনেত্রী ঊষসী রায়। এই সিরিজ দিয়েই পরিচালনায় হাত পাকাতে চলেছেন অভিনেতা সুব্রত গুহ রায়। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ ভট্টাচার্য ও তরঙ্গ সরকার। সম্প্রতি হয়ে গেল এই সিরিজের মহরৎ। ডিজিপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মালিহা কমিউনিকেশন্স প্রযোজিত ‘নিশাচর’।
পাহাড়ি পরিবেশে রায়া জীবন কাটায়। রায়ার চরিত্রে অভিনয় করছেন ঊষসী। ড্রাকুলার ছবি দেখতে ভালোবাসে সে। কিন্তু যে ছবি গুলো দেখে সেগুলোই তার জীবনে ঘটতে থাকে। কাকতলীয় ভাবে তারপরই হতে থাকে একের পর এক খুন। এই ঘটনার তদন্তেরএর দায়িত্ব পান ইনস্পেকটর অংশুমান। অংশুমানের সন্দেহ হয় রায়ার ওপর। কিন্তু তদন্ত করতে গিয়ে রায়া-অংশুমান একে অপরকে ভালবেসে ফেলে। তাহলে কি রায়াই খুনি? নাকি অন্য কেউ? কী পরিণতি হবে এই ভালবাসার? এই সমস্ত সূত্র ধরেই এগোবে সিরিজ 'নিশাচর'। ওম-এর কথায়, 'এটা আমার প্রথম ওয়েবসিরিজ। থ্রিলারে মোড়া এই সিরিজে দর্শক আমাকে একেবারে ভিন্ন ভাবে দেখতে পাবেন।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2021 1:03 PM IST