Nishachar : থ্রিলার ও প্রেমের মলাটে ওয়েবসিরিজের জগতে পা রাখছেন ওম

Last Updated:

ওয়েবসিরিজের জগতে পা রাখতে চলেছেন রঙ্গবতী খ্যাত ওম সহানী। থ্রিলার ও প্রেমের মলাটে মোড়া সিরিজ 'নিশাচর'(Nishachar)

কলকাতা : ওয়েবসিরিজের জগতে পা রাখতে চলেছেন রঙ্গবতী খ্যাত ওম সহানী। থ্রিলার ও প্রেমের মলাটে মোড়া সিরিজ 'নিশাচর'। মুখ্য ভূমিকায় অভিনেতা ওম ৷ চরিত্রের নাম অংশুমান। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে নায়ককে। ওম-এর বিপরীতে অভিনয় করছেন টেলি জগতের সফল অভিনেত্রী ঊষসী রায়। এই সিরিজ দিয়েই পরিচালনায় হাত পাকাতে চলেছেন অভিনেতা সুব্রত গুহ রায়। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ ভট্টাচার্য ও তরঙ্গ সরকার। সম্প্রতি হয়ে গেল এই সিরিজের মহরৎ। ডিজিপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মালিহা কমিউনিকেশন্স প্রযোজিত ‘নিশাচর’।
পাহাড়ি পরিবেশে রায়া জীবন কাটায়। রায়ার চরিত্রে অভিনয় করছেন ঊষসী। ড্রাকুলার ছবি দেখতে ভালোবাসে সে। কিন্তু যে ছবি গুলো দেখে সেগুলোই তার জীবনে ঘটতে থাকে। কাকতলীয় ভাবে তারপরই হতে থাকে একের পর এক খুন। এই ঘটনার তদন্তেরএর দায়িত্ব পান ইনস্পেকটর অংশুমান।  অংশুমানের সন্দেহ হয় রায়ার ওপর। কিন্তু তদন্ত করতে গিয়ে রায়া-অংশুমান একে অপরকে ভালবেসে ফেলে।  তাহলে কি রায়াই খুনি? নাকি অন্য কেউ? কী পরিণতি হবে এই ভালবাসার? এই সমস্ত সূত্র ধরেই এগোবে সিরিজ 'নিশাচর'।  ওম-এর কথায়, 'এটা আমার প্রথম ওয়েবসিরিজ। থ্রিলারে মোড়া এই সিরিজে দর্শক আমাকে একেবারে ভিন্ন ভাবে দেখতে পাবেন।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nishachar : থ্রিলার ও প্রেমের মলাটে ওয়েবসিরিজের জগতে পা রাখছেন ওম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement