যুবতীকে কিডন্যাপ! ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন দেব, দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: ‘মেয়ের খোঁজ নেই, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাবা’-খবরকাগজে প্রকাশিত সংবাদের টুকরো কোলাজ ৷ একজন অসহায় বাবা ৷ আর একজন ‘কিডন্যাপ’হয়ে যাওয়া যুবতী ৷ কী করে অপহৃত হলেন এই যুবতী? তবে কী এর পিছনে কোনও নারী পাচার চক্র জড়িয়ে রয়েছে? নাকি অন্য কিছু ? ঠিক কী ঘটনা রয়েছে এর পিছনে ?
আসল তথ্য জানতে একজন সাহসী মহিলা সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়লেন ময়দানে ৷ যে করে হোক পর্দাফাঁস করতেই হবে ৷ কিন্তু তিনিই শেষ পর্যন্ত খপ্পরে পড়ে গেলেন সেই নারীপাচার চক্রের ৷ আর এ বার ময়দানে নামলেন এক সাধারণ মানুষ ৷ যিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন ওই রহস্যভেদ করার ৷ তারপর কী হয় ? তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত ৷
advertisement

#Kidnap Official Posters.

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

advertisement
advertisement
কেননা আগামী ঈদেই মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিনী মৈত্র অভিনীত ছবি ‘কিডন্যাপ’৷ আর এমন এক রোমাঞ্চকর কাহিনি নিয়েই তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি ৷ আজই মুক্তি পেয়েছে ‘কিডন্যাপ’ছবির পোস্টার এবং টিজার ৷ যেই পোস্টারে দেবকে দেখা যাচ্ছে ৷ তাঁর দু’হাতে রয়েছে দুটি বন্দুক ৷ এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ৷ ‘কিডন্যাপ’-এর পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রাজা চন্দ ৷ ছবিতে দেব-রুক্মিনী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ৷
advertisement
4
দেব-রুক্মিনী জুটির তৃতীয় ছবি 'কিডন্য়াপ' । রোম্যান্সের সঙ্গে অ্যাকশনে ঠাসা এই ছবির প্রথম টিজারটি সামনে এসেছিল ভ্যালেন্টাইন্স ডে’তে ৷ যা কিনা বাজার মাত করে দিয়েছে। এ বার অপেক্ষা ছবিটি মুক্তি পাওয়ার জন্য ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
যুবতীকে কিডন্যাপ! ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন দেব, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement