#কলকাতা: নিখিল আর নুসরত ৷ বিয়ের আগে যেখানে সবার সামনে প্রেম নিয়ে মুখটি খোলেননিস সেখানে বিয়ের পর প্রেম নিয়ে সবার সামনে ‘আদর’ দেখাতে কিন্তু পিছপা হোচ্ছেন না দু’জনেই ৷ আর তাই তো সুযোগ পেলেই নিখিলকে নিয়ে প্রেমের বার্তা দিয়ে চলেছেন নুসরত জাহান ৷ তবে এবার প্রেম নয়, বরং নিখিলকে মিস করার গল্পই গেয়ে ফেললেন নায়িকা !
গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে নুসরতের একটি ফ্যান পেজে আপলোড হয়েছে একটি নাচের ভিডিও, যেখানে নুসরতকে দেখা গিয়েছে, কালো টপ, জিনস পরে নুসরত নেচে উঠছেন ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানের সঙ্গে ৷
ইতিমধ্যেই নুসরতের সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ নুসরতের অনুরাগীরা নুসরতের নাচ দেখে রীতিমতো পাগলপাড়া ৷ শুধু তাই নয়, অনুরাগীরা তো কমেন্ট বক্স লিখেই চলেছে, নিখিলকে মিস করার জন্য কি এই গানে নাচ?
দেখুন নুসরতের সেই নাচের ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance video, Nusrat Jahan, Viral, Viral Video