Nusrat-Yash: শিকারায় হাতে হাত ! কাশ্মীরে নুসরত-যশ ! ভাইরাল ভিডিওতে ধরা দিলেন তাঁরা

Last Updated:

Nusrat jahan| Yash Dasgupta| viral video: কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন নুসরত ও যশ। শিকারায় ধরা দিলেন দু'জনে।

Nusrat-yash
Nusrat-yash
#কলকাতা: নুসরত জাহান (Nusrat Jahan)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। সেই সঙ্গে তিনি একজন সাংসদ এবং এক পুত্র সন্তানের মা। সাহসীকতার আর এক নাম নুসরত। নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরত। বিয়ের কিছু পরেই শুরু হয় মনোমালিন্য। এর পরেই নিজেকে নিখিলের থেকে আলাদা করে নিয়েছিলেন নুসরত (Nusrat Jahan)।
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

advertisement
advertisement
কি কারণে তিনি নিখিলকে ছেড়েছেন, সে বিষয়ে কখনই মুখ খোলেননি নুসরত (Nusrat Jahan)। এর পর তিনি গর্ভবতী হন। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে সকলে জানতে চান নুসরতের সন্তানের বাবার নাম। সন্তান মানেই বাবা কে তা জানতে হবে কেন? সংবিধান তো জানতে চায় না। মায়ের পরিচয়েই জন্ম দিয়েছেন সন্তানকে।
যদিও এই গোটা টালমাটাল সময়ে নুসরতের পাশে থেকেছেন বিশেষ বন্ধু যশ (Yash Dasgupta) । নুসরত  (Nusrat Jahan)কখনও প্রকাশ্যে বলেননি তিনি যশকে ভালবাসেন। বা তাঁদের সম্পর্কের কোনও নাম তিনি দেননি। শুধু মাত্র বন্ধু হয়েও তো একে অপরকে ভালবাসা যায়। পাশে থাকা যায়! সে কথাই বুঝিয়েছেন যশ-নুসরত।
advertisement
সম্প্রতি নুসরত  (Nusrat Jahan)ও যশ(Yash Dasgupta) বেড়াতে গিয়েছেন কাশ্মীরে। সেখানেই ছুটি কাটাচ্ছেন তাঁরা। পাহাড়ের কোলে বরফ মাখা নুসরতের ছবি ইতিমধ্যেই সকলে দেখে ফেলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা।
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

advertisement
তবে তাঁর সঙ্গে যশও(Yash Dasgupta) গিয়েছেন। একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে যশের(Yash Dasgupta) হাতে নুসরতের হাত। বিশ্বাস ও ভালবাসায় একে অপরের হাতে হাত রাখছেন তাঁরা। মিষ্টি একটি মুহূর্ত। এই ভিডিওতে নুসরতের ভক্তরা নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে (Nusrat Jahan)। তবে অনেকে আবার প্রশ্ন করেছেন, "ছেলে কোথায়? ছেলেকে রেখেই কি ঘুরতে যাওয়া হয়েছে?" সে বিষয়ে নুসরত কিছু জবাব দেননি। তাঁর সন্তানের দায়িত্ব নিতে তিনি জানেন। তাই জবাব দেওয়ার প্রয়োজন নেই তাঁর। জীবনকে থামিয়ে না রেখে কী ভাবে এগিয়ে যেতে হয়, তা নুসরত করে দেখিয়েছেন।
advertisement
মেয়ে মানেই মেনে নেওয়া নয়। হেরে যাওয়া নয়। নুসরত (Nusrat Jahan) সে কথাই বলেন। তবে প্রশংসা বা সমালোচনা তো চলতেই থাকবে। আপাতত কাশ্মীরে ছুটি কাটাতে ব্যস্ত নুসরত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat-Yash: শিকারায় হাতে হাত ! কাশ্মীরে নুসরত-যশ ! ভাইরাল ভিডিওতে ধরা দিলেন তাঁরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement