‘চুমু দৃশ্য’ নিয়ে না ভেবে, নিজের অভিনয় নিয়ে ভাবতে চাই: নুসরত

Last Updated:

ওপার বাংলার নায়িকাদের মধ্যে তাঁকে এখন ‘লাকি গার্ল’ ধরা হয় ৷ এর পিছনে কারণও অবশ্য আছে ৷ বাংলাদেশের নায়িকারা এদেশে আসেন, বড়জোর টলিউড পর্যন্তই তাঁদের গতি হয় ৷ কিন্তু ইনি সেব্যাপারে অন্যদের থেকে অনেকাংশেই এগিয়ে ৷ Nusraat faria 2কারণ শুধু টলিউড নয়, সটান বলিউডেই ‘ব্রেক’ পেয়ে গেলেন নুসরত ফারিয়া ৷

#কলকাতা:  ওপার বাংলার নায়িকাদের মধ্যে তাঁকে এখন ‘লাকি গার্ল’ ধরা হয় ৷ এর পিছনে কারণও অবশ্য আছে ৷ বাংলাদেশের নায়িকারা এদেশে আসেন, বড়জোর টলিউড পর্যন্তই তাঁদের গতি হয় ৷ কিন্তু ইনি সেব্যাপারে অন্যদের থেকে অনেকাংশেই এগিয়ে ৷ কারণ শুধু টলিউড নয়, সটান বলিউডেই ‘ব্রেক’ পেয়ে গেলেন নুসরত ফারিয়া ৷ এই ছবিতে নুসরতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আবার বলিউডের ‘কিসিং ম্যান’ ইমরান হাশমিকে ৷ কেরিয়ারের শুরুতেই বলিউডে অভিনয় করার সুযোগ পেয়ে স্বভাবতই খুশি এই বঙ্গললনা ৷ নুসরত বলেন, ‘‘ টলিউড ছেড়ে বলিউডে অভিনয় করতে যাওয়াটা যে কোনও শিল্পীর জন্যই আনন্দের খবর। এই খবরটা প্রায় দেড় মাস ধরে আমি চেপে রেখেছিলাম। আমি যখন ‘আশিকি’ ছবির জন্য কলকাতায় একটি অডিশন দিয়েছিলাম। সে সময়ই ‘গাওয়াহ’ ছবির কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোসেফের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে পছন্দ করেন। তা ছাড়া তিনি ‘আশিকি’ ছবির ট্রেলার ও গান দেখেন। তখনই বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়। ওপার থেকে কোনও সবুজ সঙ্কেত পাচ্ছিলাম না বলে এতদিন খবরটা দিতে পারিনি। নভেম্বরের শুরুতে শ্যুটিং শুরু হবে। ঈদের পর ভারতে গিয়ে ছবি সাইন ও শ্যুটিং-এর ডেট ঠিক করব।’’
ছবিতে তাঁর চরিত্র কি? তা নিয়ে এখনই মুখ খুলতে রাজী নন নুসরত ৷ প্রযোজকরা তাঁর চরিত্রকে এখনও রহস্যের মধ্যেই রাখতে চান৷ তাই ‘গাওয়াহ, দ্য উইটনেস’ ছবিতে নুসরতের ভূমিকা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু মাস ৷ বিপরীতে যখন ইমরান হাশমি, তখন ছবিতে ‘কিসিং’ দৃশ্যের প্রসঙ্গ তো আসবেই৷ নুসরত এবিষয়ে বলেন, ‘ আমি গল্প শুনেছি। কিন্তু এমন কোনও দৃশ্যের কথা শুনিনি। কিন্তু ফিল্মে অনেক কিছু হয়। তাই ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত, নিজের চরিত্র কীভাবে ফুটিয়ে তোলা যায়, সেটা নিয়ে।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘চুমু দৃশ্য’ নিয়ে না ভেবে, নিজের অভিনয় নিয়ে ভাবতে চাই: নুসরত
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement