Notebook Review: দুর্বল অভিনয়ে বিপাকে পড়ল কাশ্মীরের লাভস্টোরি !

Last Updated:
#কলকাতা: নোটবুক ছবিটি যে থাই ছবি টিচারস ডায়েরির রিমেক তা ট্রেলার দেখেই বোঝা হয়ে গিয়েছিল ৷ সুতরাং যারা এই নেটফ্লিক্স, ইউটিউবের যুগে থাই ছবিটি দেখে ফেলেছেন, তাঁদের কাছে নোটবুক ছবির গল্প বলা মানে মায়ের কাছে মাসির গল্প ৷ আর যাঁরা প্রথমবার বার এই নোটবুকের পাতা খুলতে যাবেন, তাঁদের জন্য একটাই কথা, মন ভরে কাশ্মীর দেখে নিন ৷ মন ভরে ডাল লেক দেখে নিন ৷ এছাড়া এই ছবির থেকে যদি কিছু আশা করে থাকেন, তাহলে আশাহত হওয়া ছাড়া উপায় নেই ৷ কারণ, গল্প ছিল ভালো, লোকেশন ছিল ভালো, শুধু দুর্বল অভিনয়ের চক্করে পড়ে সব ফিকে ৷
নোটবুক ছবিটি আদ্যপান্থ একটি প্রেমের ছবি ৷ যেখানে একটি নোটবুকে লেখার মধ্যে দিয়ে এই ছবির নায়ক-নায়িকারা প্রেমে পড়েন ৷ নোটবুকের পাতায় লেখা শব্দের মধ্যে দিয়েই গল্প এগিয়ে চলে ৷ লেকের মাঝখানে একটি স্কুল আর ৭ জন বাচ্চা ৷ এই মূলত ছবির প্রেক্ষিত ৷
কাশ্মীর যখন রয়েছে তখন জঙ্গি সমস্যা তো আসবেই ৷ এখানেও এসেছে, ছবির নায়ক আর্মির চাকরি ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে ৷ আবার কখনও এসেছে ছোট্ট বাচ্চার বিদ্রোহী হয়ে ওঠার মধ্যে দিয়ে ৷ বাদ বাকি যা রয়েছে, তা সুন্দর লোকেশনে নোটবুকে লেখা প্রেমের সুন্দর সুন্দর শব্দ ৷ আর ছবির গান ৷
advertisement
advertisement
নূতনের নাতনি প্রনূতন এই ছবি থেকে বলিউডে পা দিয়েছেন ৷ ছবিতে ভারি মিষ্টি লেগেছে তাঁকে ৷ অন্যদিকে, ছবির নায়ক জাকির ইকবাল গোটা ছবি জুড়ে নিজে না অভিনয় করে হৃত্বিক রোশনকে নকল করেছেন বেশি ৷ প্রনূতন ও জাকিরই এই ছবির সবচেয়ে দুর্বল উপাদান ৷ এই দু’জনে যদি একটু অভিনয় করার চেষ্টা করতেন, তাহলে হয়তো ছবিটা কিছুটা হলেও শক্ত মাটি পেত ৷ ছবিতে অভিনয় করা শিশু শিল্পীরা আপনাকে জমিয়ে রাখবে ৷ সঙ্গ দেবে ছবির গান, ‘বুমরো’ গানের রিমিক আর ‘লয়লা’ গানটি আপনি হল থেকে বেরিয়েও গুনগুন করবেন ৷
advertisement
পরিচালক নীতিন কক্করের গল্প বলার ধরন অবশ্যই নজর কাড়বে ৷ যেভাবে নোটবুকের লেখার সঙ্গে টাইম-স্পেসকে নিয়ে নীতিন খেলেছেন, তা অবশ্যই ছবি থেকে প্রাপ্তি ৷ সেই জায়গা থেকে দাঁড়িয়ে, নোটবুক ছবিটি প্রচেষ্টা হিসেবে ভালো ৷ দারুণ সিনেম্যাটোগ্রাফিতে ছবিটি ঝকঝকে ৷ কিন্ত এই উপাদান গুলি কি যথেষ্ট ছবির জন্য? হয়তো নয় ৷ তাই সবশেষে বলতে হয় সলমন খান প্রযোজিত নোটবুক মাঝারি মাপের ছবি ছাড়া আর কিছুই নয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Notebook Review: দুর্বল অভিনয়ে বিপাকে পড়ল কাশ্মীরের লাভস্টোরি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement