Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে কোন অভিনেতাকে... অবশেষে ফাঁস উত্তর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর ক্রিকেট মাঠের সৌরভের গল্প প্রায় সবারই জানা। তাই মাঠের বাইরের মহারাজের বিভিন্ন অজানা গল্প খোঁজ চলছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কে অভিনয় করেছেন, তা নিয়ে উত্তাল নেটদুনিয়া। অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে গেলে যে একাধিক চ্যালেঞ্জ নিতে হবে। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান? সৌরভের উত্তর ছিল রণবীর কাপুর। তবে প্রাক্তন অধিনায়কের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনও জল্পনা রয়েছে অনুরাগী মহলে। অবশ্য আর অপেক্ষা করতে হবে না। হৃত্বিক রোশন বা রণবীর কাপুর নন। মহারাজের নাম ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।
ছবির বেশিরভাগ অংশই শ্যুট হবে লন্ডনে। লর্ডস, নাগপুরেও শ্যুটিং চলবে। সৌরভের বেহালার বাড়ি, জেমস লং সরণির মাঠ কলকাতার এমন একাধিক জায়গায় শ্যুটিং হবে।
আগামী বছর মুক্তি পেতে পারে প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিক। বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার প্রযোজক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দুজনেই বর্তমানে কলকাতায় রয়েছেন। সৌরভের সঙ্গে বৈঠক করা ছাড়াও সৌরভের গল্প সংগ্রহ করছেন তার পরিবারের কাছ থেকে। সূত্রের খবর ক্রিকেট মাঠের সৌরভের গল্প প্রায় সবারই জানা। তাই মাঠের বাইরের মহারাজের বিভিন্ন অজানা গল্প খোঁজ চলছে। সৌরভের স্ত্রী ডোনা, মা এমনকি শ্বশুর, শাশুড়ির কাছ থেকেও বিভিন্ন অজানা গল্প সংগ্রহ করছেন প্রযোজকরা। আসলে সিনেমাটিকে আকর্ষণীয় করে তুলতে মাঠের বাইরের মহারাজের অজানা কাহিনীগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সৌরভ বিভিন্ন সময় নিজের জীবন কাহিনী প্রযোজকদের শোনাচ্ছেন। প্রযোজক সংস্থার পক্ষ থেকে কলকাতায় কিছু শুটিংয়ের জন্য জায়গাও ঘুরে দেখেছেন বলে খবর। যদিও সৌরভের বায়োপিক নিয়ে প্রকাশ্যে খুব বেশি বলতে নারাজ কেউই।
advertisement
advertisement
বলিউডে এই মুহূর্তে দাপটের সঙ্গে অভিনয় করছেন আয়ুষ্মান। চরিত্রাভিনেতা হিসাবে বেশ নাম কিনেছেন তিনি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ড্রিম গার্ল-২ দেখে অনেকেই চমকে গিয়েছেন। সৌরভের চরিত্রে অভিনয় করা যথেষ্ট চ্যালেঞ্জিং। আর এই বায়োপিক ধোনি কিংবা আজহারের বায়োপিককে ছাপিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 12:22 PM IST