Nora Fatehi: অন্তর্বাস ছাড়াই প্রকাশ্যে নোরা, কালো পোশাকে স্পষ্ট শরীর, ব্যাকলেসে আগুন জ্বালালেন নায়িকা

Last Updated:

Nora Fatehi: সম্প্রতি অভিনেত্রীকে কালো রঙের সরু ফিতের হাই থাই স্লিট পোশাকে দেখা গেছে৷ হট লুকে নোরাকে দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের৷

মুম্বই: আবারও শিরোনামে উঠে এসেছেন নোরা ফতেহি৷ বলিউড অভিনেত্রীকে নিয়ে দিনরাত চর্চা লেগেই রয়েছে৷ সম্প্রতি অভিনেত্রীকে কালো রঙের সরু ফিতের হাই থাই স্লিট পোশাকে দেখা গেছে৷ হট লুকে নোরাকে দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের৷
মুম্বইয়ের এক ইভেন্টে নোরার হটনেসে পাগল হয়েছেন ভক্তরা কালো রঙের ব্যাকলেস পোশাকে আগুন জ্বালিয়ে দিয়েছেন নোরা ফতেহি৷ খোলা চুল, হাই হিল পরে পোজ দিতেই তুমুল ভাইরাল হয়েছেন নোরা৷ ভিডিও ভাইরাল হতেই হায় গরমি বলে মন্তব্য করেছেন ভক্তরা৷
advertisement
advertisement
নোরার পোশাক দেখে অনেকেই বলেছেন, অন্তর্বাস ছাড়াই তিনি প্রকাশ্যে বেরিয়ে পড়েছেন৷ ফিনফিনে পোশাকে স্পষ্ট শরীরের একাংশ৷ যা নিয়ে চর্চা তুঙ্গে৷ কীভাবে অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভক্তরা৷ বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। তার শরীরী ভঙ্গিমায় বুদ নেটিজেনরা। কুসু কুসু গার্লের হট মুভসে কাঁপছে আসমুদ্র হিমাচল। তাঁর হটনেসের দাপটে রাতের ঘুম উড়ে যায় পুরুষ ভক্তদের। তবে নিজের কাজ নিয়ে তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন নোরা৷ এই স্টারডমেপ পিছনের সংগ্রামের কথা নিজেই স্বীকার করেছেন বলিউডের সাকি গার্ল৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nora Fatehi: অন্তর্বাস ছাড়াই প্রকাশ্যে নোরা, কালো পোশাকে স্পষ্ট শরীর, ব্যাকলেসে আগুন জ্বালালেন নায়িকা
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement