সারা দেহে সন্দেহজনক ক্ষত! বন্ধ বাড়ি থেকে উদ্ধার পরিচালক ও তাঁর স্ত্রীর দেহ... গোটা হলিউড তোলপাড়

Last Updated:

পুলিশ সূত্রে খবর, রব ও মিশেলের দেহে সন্দেহজনক কিছু ক্ষত রয়েছে। প্রাথমিক অনুমান, হলিউডের এই জনপ্রিয় ডিরেক্টর ও তাঁর স্ত্রী অজ্ঞাতপরিচয় কোনও আততায়ীর হাতে খুন হয়েছেন।

News18
News18
লস অ্যাঞ্জেলেস: হলিউডের জনপ্রিয় পরিচালক রব রাইনার ও তা স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের অস্বাভাবিক মৃত্যু।ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের বন্ধ বাড়ি থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে পরিচালক ও তাঁর স্ত্রীর দেহ। পুলিশ সূত্রে খবর, রব ও মিশেলের দেহে সন্দেহজনক কিছু ক্ষত রয়েছে। প্রাথমিক অনুমান, হলিউডের এই জনপ্রিয় ডিরেক্টর ও তাঁর স্ত্রী অজ্ঞাতপরিচয় কোনও আততায়ীর হাতে খুন হয়েছেন। জানা গিয়েছে, রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড থেকে একটি ফোন পেয়ে রাইনারের বাড়িতে পৌঁছয় পুলিশ।
বাড়ির ভিতর থেকে ৭৮ বছর বয়সি রব ও ৬৮ বছর বয়সি মিশেলের দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার বিকালে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড থেকে একটি ফোন পেয়ে রাইনারের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, রাইনার দম্পতির মেয়ে রোমি তাঁদের দেহ প্রথম দেখতে পান। স্থানীয় সময় ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটের পর তাঁর থেকে ফোন পেয়ে ওই বাড়িতে পৌঁছয় পুলিশ।
advertisement
advertisement
‘ওয়েন হ্যারি মেট স্যালি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ এবং ‘স্ট্যান্ড বাই মি’-এর মতো সিনেমা বানিয়েছেন তিনি। আ ফিউ গুড মেন-এর জন্য মনোনয়নও পান তিনি। ‘এভরিওয়ান’স হিরো, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-সহ একাধিক ছবিতে অভিনেতা হিসাবে কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডের ওই বাড়িতেই ছিল দম্পতির সংসার। বিকেল ৩টে ৩৮ মিনিট নাগাদ সাউথ চ্যাডবোর্ন অ্যাভিনিউয়ের বাড়ি থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে,
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সারা দেহে সন্দেহজনক ক্ষত! বন্ধ বাড়ি থেকে উদ্ধার পরিচালক ও তাঁর স্ত্রীর দেহ... গোটা হলিউড তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement