Priyanka and Nick : নিকের বাহুডোরে প্রিয়াঙ্কা, আশ্লেষের কান-ছবিতে বিভোর অনুরাগীরা

Last Updated:

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ২০১৯ সালে স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে কানে উপস্থিত ছিলেন।

#মুম্বই: বর্তমান করোনা পরিস্থিতি অনেক কিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে। বাদ নেই কান ফিল্ম ফেস্টিভ্যালও (Cannes Film Festival)। ভারত থেকে অংশগ্রহণকারী বহু তারকা এ বার সেখানে যেতে পারেননি। তাই বার বার মনে পড়ছে কানের বিখ্যাত লাল গালিচার কথা।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ২০১৯ সালে স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে কানে উপস্থিত ছিলেন। সেই ছবি Instagram এর দেওয়ালে আরও একবার পোস্ট করেছেন। ওই ছবিটিতে নিক জোনাস একটি কালো ট্রাউজারের সঙ্গে ব্রাউন কালারের ব্লেজার পরে রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া পরেছিলেন অরেঞ্জ রঙের একটি ব্যাকলেস টপ, সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল।
advertisement
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঝড় উঠে গিয়েছে। নিক-প্রিয়াঙ্কার রসায়নে মন মজেছে নেট নাগরিকদের। একের পর এক প্রশংসিত মন্তব্য উঠে এসেছে তারকা দম্পতির পোস্টে। একজন লিখেছেন এটা একটা পাওয়ার কাপলের পরিচয়। আরেকজন লিখেছেন, তোমাদের দুজনকেই ভালবাসি।
advertisement
নিক-প্রিয়াঙ্কা ২০১৮ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের অনুষ্ঠান হয় রাজস্থানের উমেইদ ভবন প্যালেসে (Umaid Bhawan Palace)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয়রা। বিয়ের অনুষ্ঠান হিন্দু এবং ক্রিশ্চান, দুই রীতি মেনেই হয়েছিল।
advertisement
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া, উইম্বলডন উইমেন্স সিঙ্গল ফাইনাল দেখতে গিয়েছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন সমাজকর্মী নাতাশা পুনাওয়ালা (Natasha Poonawala) এবং জেমস জি বোল্টার (James G Bolter)। সেই সব ছবি প্রিয়াঙ্কা Instagram এ শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন উইম্বলডনে কাটানো দারুণ একটা সপ্তাহ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka and Nick : নিকের বাহুডোরে প্রিয়াঙ্কা, আশ্লেষের কান-ছবিতে বিভোর অনুরাগীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement