Drama: যৌনকর্মীদের দৈনন্দিন জীবনযাত্রার ওপর নির্মিত নাটক 'নাজিয়া'! এই গল্প মন ছুঁয়ে যাবে আপনারও
- Published by:Sayani Rana
- Written by:Manash Basak
Last Updated:
প্রতিবাদের ভাষা নিয়ে নতুন শহর গড়তে আসছে 'নাজিয়া'। সিমলার 'এ বং' পজিটিভ নাট্যদলের একটি নতুন উদ্যোগের নাম 'নাজিয়া'।
প্রতিবাদের ভাষা নিয়ে নতুন শহর গড়তে আসছে ‘নাজিয়া। সিমলার ‘এ বং’ পজিটিভ নাট্যদলের একটি নতুন উদ্যোগের নাম ‘নাজিয়া’। মূলত যৌনকর্মীদের দৈনন্দিন জীবনযাত্রার ওপর নির্ভর করেই এই নাটক। এই নাটকটি সম্পূর্ণ ডিভাইস ফর্মে তৈরী করা একটা এক্সপেরিমেন্টাল নাটক। বাপ্পা নাটকের পরিচালক, তিনি অভিনব ভাবে নাটকটি সাজিয়ে তুলেছেন, তার সঙ্গে মিউজিক,কোরিওগ্রাফি, আলো, পোশাক এই সবকিছুই নাটকের ভাবধারাকে তরান্বিত করেছে।
যৌনকর্মীদের কাহিনী তুলে ধরা হয়েছে। বর্তমান সমাজে তাঁদের বিরাট ভূমিকাকে উপেক্ষা করা হয়। তাঁদের অবদানকে অবহেলা করা হয়। আর এমনই একজন অবহেলিত মেয়ে হল নাজিয়া। যার হৃদয় খুব বড় তবে তার চেয়েও বড় স্বপ্ন। কিন্তু সে তার প্রেমিকে বিশ্বাস করে প্রতারিত হয়। এসে পরে এই জায়গায়। তারপর তার পথ চলা ঠিক কী রকম হবে তা নিয়েই গল্প। তবে এ গল্প শুধু নাজিয়ার নয়। তার হাত ধরে ১৩ টি মেয়ের ভিন্ন ভিন্ন গল্প দেখা যাবে এই নাটকে।
advertisement
advertisement
বাপ্পা তাঁর প্রতিটি কাজের মধ্য দিয়েই সমাজের অন্ধকার দিক গুলিকে তুলে ধরার চেষ্টা করে থাকেন, তা সিনেমা হোক বা নাটক। এবারও তাঁর তাই প্রচেষ্টা। এবারও এমনই এক মুক্তির গল্প নিয়ে আসছেন তিনি। আগামী ১৫ই এবং ২৯শে জুলাই যথাক্রমে গিরিশ মঞ্চ ও মিনার্ভাতে উপস্থাপিত হবে এই নাটক। বাপ্পার থেকে এক অন্যধারার কাজ দেখার জন্য বাংলা থিয়েটারের দর্শক মুখিয়ে থাকেন। ফলে এবারও দর্শকরা তা পাবেন। পাশাপাশি এক ঝাঁক তরুন মুখকে দেখা যাবে এই নাটকে।
advertisement
২১শে জুন প্রথম বাংলা কোনও নাটকের ট্রেলার ও মিউজিক লঞ্চ হল। মিউজিক লঞ্চ হয়েছে গান-গপ্প অনলাইন পেজের সহায়তায়। নাটকটির সামগ্রিক পরিকল্পনা রয়েছেন বাপ্পা। রচনায় সুমিত ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস। কোরিওগ্রাফি করেছেন হিরক সাহা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 8:13 AM IST