নেচে মজলিশ জমালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, দেখে নিন ভিডিও
Last Updated:
#কলকাতা: জমে গিয়েছে মজলিশের আসর ৷ তবলার বোলের সঙ্গে মিশে যাচ্ছে হারমোনিয়াম আর এসরাজের সুর ৷ লাখো টাকার ঝাড়বাতির নীচে আলো করে বসে রয়েছেন অপরাজিতা আঢ্য ৷
সুবেশী, সুন্দরী অপরাজিতার পায়ের ছন্দে দুলে উঠবে আসর খানিক পরেই ৷ জলসার মধ্যমণি সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ ওমা! আসরে হাজির ব্রাত্য বসুও ৷ পরমা সুন্দরীর নাচ-গান দেখা জন্য তখন উৎসুক সবাই ৷ এবার এক্কেবারে তৈরি অপরাজিতা ৷ তাঁর লাস্যে তখন ঘায়েল আসরে হাজির থাকা অতিথিরা ৷ মজলিশি আমেজ তখন পুরোদমে ৷ অপরাজিতা গান ধরলেন ‘ও গো লুচি’
advertisement
সবাই অবাক ৷ জমকালো মেহফিলে হঠাৎ লুচির প্রসস্তি কেন! এখানেই শেষ নয় ৷ তখন নাচ-গান চলছে পুরোদমে ৷ তখন অতিথিদের এক্কেবারে কাসার থালায় তরকারি, মিষ্টি সহযোগে পরিবেশন করা হল গাওয়া ঘিয়ে ভাজা ফুলকো ফুলকো লুচি ৷ মেহফিলে নাচা-গানা উপভোগের সঙ্গে উদর পূর্তির তামাম আয়োজন ৷ এমনতরো ঘটনা কী আগে দেখেছেন ? হয়তো না!
advertisement
advertisement
কিন্তু এমন ঘটনা কী আদৌ ঘটে নাকি? হ্যাঁ এমনটাই হয়েছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের আপকামিং ছবি ‘মনোজদের অদ্ভুত বাড়ি’তে ৷ সামনেই পুজো ৷ আর সেই সময়ে মুক্তি পেতে চলেছে এই বংলা ছবি ৷ আর এই ছবির গানই সম্প্রতি মুক্তি পেয়েছে ৷ এমন অদ্ভুত গান-সহ গোটা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শিলাজিৎ ৷ আর ‘ওগো লুচি’গানটি গেয়েছেন অনন্যা ভট্টাচার্য ৷
advertisement
ছবিতে হরিণগড়ের হারিয়ে যাওয়া রাজপুত্র কন্দর্পনারায়ণের ভূমিকায় অভিনয় করছেন আবির। পাকে চক্রে যে কন্দর্পনারায়ণ ডাকাতদের দলে ভিড়ে যায়। ছবির একটি সিকোয়েন্সে ডাকাতিরই গান গাইবেন আবির। সঙ্গে থাকছেন ভজবাবুর ভূমিকায় রজতাভ দত্ত। বলা যেতে পারে আবির এবং রজতাভর ডুয়েট গান এটি। এ ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 3:17 PM IST