New Bengali Music Video: চারিদিকে ঘরভাঙার গল্পের মাঝে, অটুট প্রেমের নতুন গান 'বকুল ফুলের মালা'
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
New Bengali Music Video: আজকের প্রজন্মের মধ্যে ভালবাসা এবং প্রতিশ্রুতি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। তবে, পুরনো দিনের সম্পর্ক কেমন ছিল? সেই ছবি তুলে ধরলো এসভিএফ মিউজিক।
কলকাতাঃ আজকের প্রজন্মের মধ্যে ভালবাসা এবং প্রতিশ্রুতি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। তবে, পুরনো দিনের সম্পর্ক কেমন ছিল? সেই ছবি তুলে ধরলো এসভিএফ মিউজিক। তাদের সর্বশেষ মিউজিক ভিডিও ‘বকুল ফুলের মালা’ ভিডিওটি ভালবাসা এবং প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
আরও পড়ুনঃ স্তদ্ধ স্টুডিও! সোমের পর মঙ্গলেও এক ছবি! কবে ছন্দে ফিরবে টলিপাড়া?
‘বকুল ফুলের মালা’ এক প্রবীণ দম্পতির গল্প। বার্ধক্যে জীবনেও প্রেমের কোমলতা এবং যত্নের একদমই অটুট। জীবনের কয়েক দশকের উত্থান-পতনে ভরা তাঁদের গল্প সদা প্রাণবন্ত ও মর্মস্পর্শী। বেশ কয়েকটি সফল হিটের পরে, সুরকার এবং গীতিকার প্রলয় এই গানের জন্য একটি নস্টালজিক সাউন্ডস্কেপ তৈরি করেছেন। গানটি গেয়েছেন উত্স।
advertisement
advertisement
ভিডিওটিতে জয়শ্রী বোস এবং পঙ্কজ কুমার মুন্সীকে দেখা গেছে, নীলিমা এবং ফণিভূষণের চরিত্রে। তাঁদের অভিনয় চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে। গল্পের বুনন সঙ্গে তাঁদের অভিনয় যথাযথ। নীলিমা এবং ফণিভূষণের মধ্যে অনন্য বন্ধন এই ভিডিওটিকে আলাদা জায়গা দিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 1:54 PM IST